Online Shopping: দোকানের চেয়ে অনলাইন জামাকাপড় সস্তা হয় কেন? কারণ একাধিক...

Online Price of Clothes: দামেক ফারাকের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
দোকানে দোকানে ঘুরে জামাকাপড় কেনেন কেউ। কেউ আবার অনলাইন কেনাকাটা করেন। দোকানের চেয়ে অনলাইন জামাকাপড় সস্তা হয়, অনেক ভ্যারাইটিও থাকে বলে মত তাঁদের।
2/10
কিন্তু অনলাইন জামাকাপড়ের দাম কম হয় কেন? এতে কি আর্থিক লোকসান হয় না ব্য়বসায়ীদের? এর নেপথ্যে একাধিক তত্ত্ব রয়েছে।
3/10
অনলাইন জামাকাপড় তুলনামূলক সস্তা হওয়ার অন্যতম কারণ হল দোকানভাড়া দিতে হয় না, সেই বাবদ কর, বিমা করাতে হয় না, রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না। সরাসরি গোডাউন থেকে জামাকাপড় পৌঁছে দেওয়া হয়।
4/10
বড় রাস্তার ধারে বা শপিং মলে দোকানঘর নিয়ে ব্যবসা চালানোর ঝক্কি অনেক। ভাড়া তো রয়েইছে, পাশাপাশি বিদ্যুতের বিল, এসি বসানোর খরচ, সাফ-সাফাইয়েও টাকা গুনতে হয়। গোডাউনেও খরচ হয়, কিন্তু দোকানের চেয়ে অনেক কম।
5/10
দোকান খুলে ব্যবসা করতে গেলে কর্মচারী রাখতে হয়। সেলস, ম্যানেজার, ক্যাশিয়ার, নিরাপত্তারক্ষীর আলাদা আলাদা ব্যবস্থা থাকে। তাঁদের সকলকে বেতন দিতে হয়। অনলাইন সেই সব ঝামেলা নেই।
6/10
যে জায়গায় দোকান খোলা হয়, সেখানকার ট্রেন্ড, সেখানকার পছন্দ-অপছন্দের কথা মাথায় রাখতে হয়। অনলাইন ব্যবসায় সেই সবের বালাই নেই। ক্রেতা নিজের পছন্দ বেছে নেন।
7/10
দোকানে সব রং, সব ডিজাইন, সব সাইজের জামাকাপড় সামনে ঝুলিয়ে রাখা যায় না। খুঁজে বের করতে হিমশিম খেতে হয় দোকানের কর্মীদেরও। অনলাইন স্টক বুঝে ছবি আপলোড করে দিলেই হল।
8/10
দোকানে দরাদরির সুযোগ তেমন মেলে না। কিন্তু এক ব্র্যান্ডের পোশাক একাধিক সাইটে দেখার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী সবচেয়ে কম দাম বেছে নিতে পারেন। আবার কুপনও থাকে।
9/10
জামাকাপড়ের দাম ঠিক করতে অ্যালগোরিদমের সাহায্য় নেন অনলাইন ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী দাম ঠিক হয়। দামের চেয়ে মানুষের কাছে বেশি করে পোঁছনোয় দের দেন তাঁরা।
10/10
দোকান খুলে ব্যবসা করতে গেলে মাঝে পাইকারি মধ্যস্থতাকারী থাকে। অনলাইন মাধ্যমে সেই সবের বালাই থাকে না। পাশাপাশি, চুরির ভয় থাকে না, নিরাপত্তা নিয়ে মাথাব্যথা থাকে না তেমন।
Sponsored Links by Taboola