Online Shopping: দোকানের চেয়ে অনলাইন জামাকাপড় সস্তা হয় কেন? কারণ একাধিক...
Online Price of Clothes: দামেক ফারাকের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
দোকানে দোকানে ঘুরে জামাকাপড় কেনেন কেউ। কেউ আবার অনলাইন কেনাকাটা করেন। দোকানের চেয়ে অনলাইন জামাকাপড় সস্তা হয়, অনেক ভ্যারাইটিও থাকে বলে মত তাঁদের।
2/10
কিন্তু অনলাইন জামাকাপড়ের দাম কম হয় কেন? এতে কি আর্থিক লোকসান হয় না ব্য়বসায়ীদের? এর নেপথ্যে একাধিক তত্ত্ব রয়েছে।
3/10
অনলাইন জামাকাপড় তুলনামূলক সস্তা হওয়ার অন্যতম কারণ হল দোকানভাড়া দিতে হয় না, সেই বাবদ কর, বিমা করাতে হয় না, রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না। সরাসরি গোডাউন থেকে জামাকাপড় পৌঁছে দেওয়া হয়।
4/10
বড় রাস্তার ধারে বা শপিং মলে দোকানঘর নিয়ে ব্যবসা চালানোর ঝক্কি অনেক। ভাড়া তো রয়েইছে, পাশাপাশি বিদ্যুতের বিল, এসি বসানোর খরচ, সাফ-সাফাইয়েও টাকা গুনতে হয়। গোডাউনেও খরচ হয়, কিন্তু দোকানের চেয়ে অনেক কম।
5/10
দোকান খুলে ব্যবসা করতে গেলে কর্মচারী রাখতে হয়। সেলস, ম্যানেজার, ক্যাশিয়ার, নিরাপত্তারক্ষীর আলাদা আলাদা ব্যবস্থা থাকে। তাঁদের সকলকে বেতন দিতে হয়। অনলাইন সেই সব ঝামেলা নেই।
6/10
যে জায়গায় দোকান খোলা হয়, সেখানকার ট্রেন্ড, সেখানকার পছন্দ-অপছন্দের কথা মাথায় রাখতে হয়। অনলাইন ব্যবসায় সেই সবের বালাই নেই। ক্রেতা নিজের পছন্দ বেছে নেন।
7/10
দোকানে সব রং, সব ডিজাইন, সব সাইজের জামাকাপড় সামনে ঝুলিয়ে রাখা যায় না। খুঁজে বের করতে হিমশিম খেতে হয় দোকানের কর্মীদেরও। অনলাইন স্টক বুঝে ছবি আপলোড করে দিলেই হল।
8/10
দোকানে দরাদরির সুযোগ তেমন মেলে না। কিন্তু এক ব্র্যান্ডের পোশাক একাধিক সাইটে দেখার সুযোগ রয়েছে। সেই অনুযায়ী সবচেয়ে কম দাম বেছে নিতে পারেন। আবার কুপনও থাকে।
9/10
জামাকাপড়ের দাম ঠিক করতে অ্যালগোরিদমের সাহায্য় নেন অনলাইন ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী দাম ঠিক হয়। দামের চেয়ে মানুষের কাছে বেশি করে পোঁছনোয় দের দেন তাঁরা।
10/10
দোকান খুলে ব্যবসা করতে গেলে মাঝে পাইকারি মধ্যস্থতাকারী থাকে। অনলাইন মাধ্যমে সেই সবের বালাই থাকে না। পাশাপাশি, চুরির ভয় থাকে না, নিরাপত্তা নিয়ে মাথাব্যথা থাকে না তেমন।
Published at : 19 Jul 2025 10:47 AM (IST)