Conjunctivitis কে কেন বলে জয় বাংলা? চশমার আড়াল কি সংক্রমণ আটকাতে পারে ?
কনজাঙ্কটিভা চোখের একেবারে সামনের দিকের একটি আস্তরণ। যখন এখানে কোনও প্রদাহ বা জ্বলন হয় তাকে বলে কনজাঙ্কটিভাইটিস ( Conjunctivitis )
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অসুখেরই নাম জয় বাংলা। একেই বলে পিঙ্ক আই। Conjunctivitis কে জয়বাংলা বলার একটি নির্দিষ্ট কারণ আছে।
১৯৭১ এ মুক্তিযুদ্ধকালে এই অসুখ ছেয়ে গিয়েছিল। আর সেইজন্যই এই অসুখের নাম জয় বাংলা।
জয় বাংলার প্রকোপ ইদানীং বেশ বেড়েছে। কীভাবে আটকাবেন? কী করণীয়? জানাচ্ছেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাস
প্রথমেই তিনি সতর্ক করছেন, পরিবারের একাধিক মানুষ এই অসুখে আক্রান্ত হলেও, একই কন্টেনার থেকে ড্রপ ব্যবহার করবেন না। এতে ক্রস ইনফেকশনের চান্স থাকে।
কনজাঙ্কটিভাইটিস সাধারণত দুই রকমের হয়। ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস, ভাইরাল কনজাঙ্কটিভাইটিস
এবার কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কনজাঙ্কটিভাইটিসই বেশি হচ্ছে। তবে একমাত্র চিকিৎসকই বুঝতে পারবেন কারও ইনফেকশন ব্যাকটেরিয়াল না ভাইরাল।
চশমা ব্যবহার করলে প্রাথমিক ভাবে কিছুটা সুরক্ষা দেয়। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া বাতাসের দ্বারা সংক্রমিত হয়, তার থেকে কিছুটা সুরক্ষা দেয় চশমা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -