Conjunctivitis কে কেন বলে জয় বাংলা? চশমার আড়াল কি সংক্রমণ আটকাতে পারে ?

Conjunctivitis কে জয়বাংলা বলার একটি নির্দিষ্ট কারণ আছে। একেই বলে পিঙ্ক আই।

Conjunctivitis কে কেন বলে জয় বাংলা?

1/8
কনজাঙ্কটিভা চোখের একেবারে সামনের দিকের একটি আস্তরণ। যখন এখানে কোনও প্রদাহ বা জ্বলন হয় তাকে বলে কনজাঙ্কটিভাইটিস ( Conjunctivitis )
2/8
এই অসুখেরই নাম জয় বাংলা। একেই বলে পিঙ্ক আই। Conjunctivitis কে জয়বাংলা বলার একটি নির্দিষ্ট কারণ আছে।
3/8
১৯৭১ এ মুক্তিযুদ্ধকালে এই অসুখ ছেয়ে গিয়েছিল। আর সেইজন্যই এই অসুখের নাম জয় বাংলা।
4/8
জয় বাংলার প্রকোপ ইদানীং বেশ বেড়েছে। কীভাবে আটকাবেন? কী করণীয়? জানাচ্ছেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাস
5/8
প্রথমেই তিনি সতর্ক করছেন, পরিবারের একাধিক মানুষ এই অসুখে আক্রান্ত হলেও, একই কন্টেনার থেকে ড্রপ ব্যবহার করবেন না। এতে ক্রস ইনফেকশনের চান্স থাকে।
6/8
কনজাঙ্কটিভাইটিস সাধারণত দুই রকমের হয়। ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস, ভাইরাল কনজাঙ্কটিভাইটিস
7/8
এবার কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কনজাঙ্কটিভাইটিসই বেশি হচ্ছে। তবে একমাত্র চিকিৎসকই বুঝতে পারবেন কারও ইনফেকশন ব্যাকটেরিয়াল না ভাইরাল।
8/8
চশমা ব্যবহার করলে প্রাথমিক ভাবে কিছুটা সুরক্ষা দেয়। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া বাতাসের দ্বারা সংক্রমিত হয়, তার থেকে কিছুটা সুরক্ষা দেয় চশমা।
Sponsored Links by Taboola