Smelly Towels: দু’একদিন ব্যবহারেই কেন গন্ধ বেরোয় তোয়ালে থেকে? কী করণীয় জানুন

Daily Hacks: এই সমস্যা ঘরে ঘরে। কী করে মুক্তি পাবেন জানুন। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
যতই ঘন ঘন কাচা হোক না কেন, দু’একদিনের মধ্য়েই ব্যবহারের অযোগ্য হয়ে যায় তোয়ালে। এত দুর্গন্ধ বেরোয় যে গায়ে ঠেকানো যায় না।
2/10
কিন্তু এত ঘন ঘন কেন নোংরা হয়ে যায় তোয়ালে? কেন দুর্গন্ধ বেরোয়, জানুন আসল কারণ।
3/10
বিশেষজ্ঞদের মতে, ব্য়াকটিরিয়া এবং ছত্রাকের বেড়ে ওঠার জন্য আদর্শ জায়গা তোয়ালে। ভিন্ন ভিন্ন প্রজাতির ব্যাকটিরিয়া এবং ছত্রাক বেড়ে ওঠে তোয়ালের মধ্যে।
4/10
অণুজীব বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জল, উষ্ণ পরিবেশ, অক্সিজেন, pH মজুত থাকে তোয়ালেতে। এমনকি তোয়ালে শুকিয়ে গেলেও মানুষের শরীরের মৃত কোষ জমা হয়ে থাকে। ফলে খাবারের অভাব হয় না ব্যাকটিরিয়া ও ছত্রাকের।
5/10
মানবশরীরও ব্যাকটিরিয়া এবং ছত্রাক বেড়ে ওঠার জন্য আদর্শ। সেই কারণে আমাদের শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটিরিয়া থাকে। সেই শরীরের উপর তোয়ালে ছোঁয়ালে, তোয়ালেতে চলে যায় ব্যাকটিরিয়া।
6/10
তাই তোয়ালে থেকে সোঁদা বা অম্ল গন্ধ বেরনোর অর্থ, ব্যাকটিরিয়া এবং ছত্রাকের বর্জ্য জমা হয়েছে।
7/10
ভিজে তোয়ালে কখনওই ছুড়ে লন্ড্রি বাস্কেটে ফেলে দেবেন না। কারণ স্যাঁতস্যাঁতে জায়গায় দ্রুত বংশবিস্তার করে ব্যাকটিরিয়া ও ছত্রাক। অন্য জামাকাপড়গুলি থেকেও যেমন গন্ধ বেরোবে, তেমনই ওই গন্ধ দূর করতে হিমশিম খেতে হবে।
8/10
বরং ভিজে তোয়ালে সরাসরি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিন অথবা হাতে করে কেচে নিন। তোয়ালে সবসময় রোদ-হাওয়া কেলে এমন জায়গায় শুকোতে দিন।
9/10
বিশেষজ্ঞদের মতে, প্রতি তিন-চার বার ব্যবহারের পরই কেচে নেওয়া উচিত তোয়ালে। খুব বেশি হলে, দু’-তিন দিনই না কেচে ব্যবহার করতে পারেন তোয়ালে।
10/10
তোয়ালে কাচার পরও ভাল করে নিঙড়ে নিন, যাতে সমস্ত জল বেরিয়ে যায়। টান টান করে মেলে দিন। তোয়ালের উপর যেন রোদ পড়ে, হাওয়া বাতাস লাগে যেন। অন্য়তায় ড্রায়ারেও শুকিয়ে নিতে পারেন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola