Warm Water Benefits: দিনের শুরুতে ঈষদুষ্ণ জল পান, ম্য়াজিকের মতো করবে কাজ
Health Tips: কেন সকাল সকাল পান করবেন গরম জল ?
ফাইল ছবি
1/9
বছরভর সুস্থ থাকতে নিজেকে ভাল রাখা প্রয়োজন। সার্বিকভাবে ভাল থাকতে সাহায্য করে জল। প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ৩ থেকে ৪ লিটার জল পান করা উচিত। বিশেষত দিনের শুরুতে অল্প গরম জল পান করলে তা দিনভর ম্যাজিকের মতো কাজ করবে।
2/9
গরম জল ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং বর্জ্য পদার্থ নির্মূল করতে পারে।
3/9
সকাল সকাল গরম জল পান করলে হজমে সাহায্য করে। পাশাপাশি দিনভর যা খাবার খাবেন তা থেকে পুষ্টি শোষণেও সাহায্য করে।
4/9
দিনের শুরুতে গরম জল পান করলে হাইড্রেট থাকতে পারবেন। নিয়ন্ত্রণে থাকবে শরীরের তাপমাত্রা। মানসিক পর্যাপ্ত জল পানে মানসিক স্বস্তিও মিলবে।
5/9
গরম জল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এতে ওজন থাকে নিয়ন্ত্রণে। পাশাপাশি খিদেও থাকে নিয়ন্ত্রণে।
6/9
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে গরম জল। পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্যও ভাল রাখে।
7/9
শীতকালে শরীরের কাঁপুনি বা ঠান্ডা লাগা কমাতে পারে এই জল। গরম জল সকাল সকাল পান করলে শরীর ভেতর থেকে গরম থাকে।
8/9
এই জল মানসিকভাবে স্বস্তি দিতে পারে। সকালে এক গ্লাস গরম জল পান করলে স্ট্রেস কমতে পারে।
9/9
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 20 Sep 2024 04:50 PM (IST)