ওজন কমাতে সহায়ক, উৎসবের মরসুমে ডায়েটে থাক এই ফলগুলি

ফাইল ছবি

1/11
উৎসবের মরসুমে সুন্দর দেখাক, তা কে না চায়। বিশেষ করে অনেকেই রোগা হওয়ার চেষ্টা করেন।
2/11
কিন্তু তার মধ্যেও উৎসবের সময় অনেকেই মিষ্টি খেয়ে থাকেন। তাতে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
3/11
তবে যাঁরা মিষ্টি খেয়ে থাকেন তাঁরা অনায়াসে কোনও ফল ডায়েট চার্টে রাখতে পারেন।
4/11
এতে শরীরে পুষ্টিও মিলবে। কারণ ফলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, খনিজ সহ ভিটামিন।
5/11
ফলে মধ্যে থাকা ফাইবার ওজন কমাতেও সাহায্য করে। জেনে নিন কোন কোন ফল রয়েছে এই তালিকায়।
6/11
কমলালেবু: ওজন কমানোর জন্য কমলালেবুর জুড়ি মেলা ভার। দিন শুরু করতে পারেন কমলালেবু খেয়ে।
7/11
কমলালেবু শরীরকে সতেজ রাখে। এতে রয়েছে ভিটামিন সি এবং ফাইবার। স্ন্যাকস হিসেবেও কমলালেবু খেতে পারেন।
8/11
মিষ্টির বদলে কলা খেতে পারেন রোজ। এতে রয়েছে ভরপুর পুষ্টিগুণ।
9/11
প্রতিদিন শরীরচর্চার আগে বাদামের মাখনের সঙ্গে কলা খাওয়া যেতে পারে।
10/11
ওজন কমানোর জন্য পেয়ারার বিকল্প নেই। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, পটাশিয়াম, ফাইবার।
11/11
পেয়ারা শরীরের মেটাবলিজম ঠিক রাখে এবং রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে রাখে।
Sponsored Links by Taboola