Relationship Tips: মনের উপর জোর খাটে না কারও, সম্পর্ক ভাঙলেও শুরুর মতো ভাল হোক শেষটাও
মনের সম্পর্ক তৈরি হতে খুব বেশি সময় লাগে না। কিন্তু সেই সম্পর্ক শেষ করা সহজ কাজ নয়। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেহ-মন সব কিছু সমর্পণ করে দিই আমরা সম্পর্কে। তাই সেই সম্পর্ক যদি শেষ হয়ে যায়, তার শেষটাও শুরুর মতই সুস্থ এবং শান্তিপূর্ণ ভাবে হওয়াই কাম্য। সম্পর্ক শেষ করার ক্ষেত্রে তাই কিছু বিষয় মাথায় রাখা জরুরি। ছবি: ফ্রিপিক।
হাজারো চেষ্টা সত্ত্বেও যদি আগের সেই অনুভূতি না থাকে, সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাই শ্রেয়। একা ভাল থাকলে হবে না, দু’জনকেই ভাল থাকতে হবে, তা যদি না হয়, তাহলে ভাল থাকার জন্য সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত বলে মেনে নিতে হবে দু’জনকেই। ছবি: ফ্রিপিক।
সম্পর্ক থেকে বেরিয়ে আসতে যদি মন চায়, সেকথা অন্য জনের থেকে লুকিয়ে না রাখাই ভাল। সামনের জনের কী বক্তব্য সেটাকেও গুরুত্ব দিন। তাঁকে সময় দিন আপনাকে বোঝার। ছবি: ফ্রিপিক।
সম্পর্ক ভাঙা মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। সম্পর্ক ভেঙে গেলেও, কিছু মধুর অভিজ্ঞতা মনে থেকে যায় সারাজীবন। সেই ভাল সময়কেই মনে রাখুন। তিক্ততা ঝেড়ে ফেলে এগিয়ে যান। ছবি: ফ্রিপিক।
প্রিয় মানুষ সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইলে আহত হওয়াই স্বাভাবিক। তাঁর সম্পর্কে মনে তিক্ততাও জমতে পারে। এই সময়ে নিকটজনের সাহায্য নিন। মনের অনুভূতি প্রকাশ করুন। দেখবেন ক্ষতে প্রলেপ পড়বে। ছবি: ফ্রিপিক।
অতীতের কথা সারাক্ষণ ভাববেন না। বরং ভবিষ্যতের পথে এগিয়ে যান। বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে সময় কাটান। নিজেকে ভাল রাখুন। ছবি: ফ্রিপিক।
কী হারিয়েছেন, তা ভেবে অনর্থক সময় নষ্ট করবেন না। বরং যা পেয়েছেন, সেইটুকুই মনে রাখুন, দেখবেন সেরে উঠছে মন। ছবি: ফ্রিপিক।
অনেক সময় আঘাত পেয়েই চোখ খোলে আমাদের। সম্পর্কের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। একজনকে খুশি করতে গিয়ে হয়ত অনেক কিছু হারাচ্ছিলেন আপনি। ছবি: ফ্রিপিক।
ছাড়তে জানা সহজ কাজ নয় মোটেই। কিন্তু যা থাকার নয়, তা ধরে রাখার চেষ্টা বৃথা। তাই ছাড়তে শিখুন। ছবি: ফ্রিপিক। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -