Healthy Lifestyle: দুপুরের খাবার সঠিক সময়ে খাওয়া কেন প্রয়োজন? অন্যথায় কী কী সমস্যা দেখা দিতে পারে?
Lunch: সঠিক সময়ে দুপুরের খাবার না খেলে একাধিক সমস্যাও দেখা দিতে পারে। সকালের খাবারের পর অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
সকালে জলখাবার অর্থাৎ ব্রেকফাস্ট বাদ দেওয়া যে স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভাল নয়, একথা প্রায় সকলেরই জানা। কিন্তু এটা কি জানেন যে দুপুরের খাবার বা লাঞ্চও একেবারেই অবহেলা করা উচিত নয়।
2/10
দুপুরের খাবার বা লাঞ্চ কেন নিয়মিত ভাবে করবেন, কেন দুপুরের খাবারও নিয়ম মেনে খাওয়া উচিত, বাদ দেওয়া উচিত নয়, তার কারণগুলো এক নজরে দেখে নিন।
3/10
সারাদিন আমরা বিভিন্ন কাজ করি। সকালে একবার জলখাবার খেয়ে নিলে কিছুটা এনার্জি বা শক্তি পাওয়া যায়। কিন্তু কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের শক্তি ক্ষয়ও হয়। তাই দুপুরবেলা সঠিক সময়ে খাবার খাওয়া উচিত হয়।
4/10
সঠিক সময়ে দুপুরের খাবার না খেলে একাধিক সমস্যাও দেখা দিতে পারে। সকালের খাবারের পর অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। তাই দুপুরের খাবার বাদ দেওয়া যাবে না কোনওভাবেই। আর সঠিক সময়েই খাবার খেতে হবে।
5/10
সকালে জলখাবার না খেলে যেমন ওজন বৃদ্ধি পায়। খালি পেটে থাকার ফলেই এই ওজন বাড়ে। তেমনই যদি আপনি দুপুরের খাবার সঠিক ভাবে না খান, তাহলেও ওজন বাড়তে পারে।
6/10
দুপুরে অর্থাৎ লাঞ্চে ঠিকভাবে খাবার খাওয়া না হলে খিদে থাকে। ফলে ডিনার বা রাতে আমরা হয়তো বেশি খেয়ে ফেলি। কিংবা সন্ধেবেলা অনেককিছু খাবার খাওয়া হয়ে যায়। এই ওভার ইটিংয়ের অভ্যাস আপনার ওজন বাড়িয়ে দিতে পারে।
7/10
সঠিক সময়ে দুপুরের খাবার খেলে এবং সঠিক খাবার খেলে আপনার দেহের মেটাবলিজম রেট বৃদ্ধি পায়। এর ফলে আপনি চাঙ্গা এবং সুস্থ থাকেন। কাজ করার ক্ষমতাও বাড়ে।
8/10
অফিসে বা স্কুল কলেজে থাকলেও দুপুরের খাবার বাদ দেওয়া যাবে না। যতই চাপ থাক সময়ে লাঞ্চ করে নেওয়া প্রয়োজন। নাহলে আপনার শরীর পরিশ্রমের ফলে ক্লান্ত এবং অবসন্ন হয়ে যাবে। আপনি আর কাজ করার এনার্জি পাবেন না।
9/10
দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে বদহজমের সমস্যাও দেখা দেয়। তাই সকালের জলখাবার খাওয়ার পর দুপুরবেলাতেও সময়ে খাবার খাওয়া প্রয়োজন। নাহলে অসুস্থ হয়ে পড়বেন আপনি। তাই লাঞ্চ স্কিপ করার কথা মাথায় না আনাই ভাল।
10/10
অএকেই ডায়েটিং করার নামে খাবার না খেয়ে থাকেন। সকালে জলখাবার খান না। দুপুরে লাঞ্চের ক্ষেত্রেও প্রায় না খাওয়ার মতো থাকেন। এমন অভ্যাস বজায় রাখলে দ্রুত অসুস্থ হয়ে যাবেন আপনি। তাই সময় থাকতেই সতর্ক থাকা প্রয়োজন।
Published at : 07 Jul 2023 11:43 PM (IST)