Joint Pain: জয়েন্টের ব্যথা হলেই পেনকিলার ? শরীরে বড় রোগ বাসা বাঁধছে না তো ?
জয়েন্টে ব্যথা, ঠিকমতো অঙ্গ সঞ্চালন করতে না পারা অস্টিয়োআর্থ্রাইটিসের লক্ষণ।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকে একে বয়সজনিত সমস্যা ভেবে এড়িয়ে চলেন। যার ফলে রোগ আরও গেড়ে বসে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
দিল্লির মনিপাল হাসপাতালে চিকিৎসক রাজীব বর্মা সংবাদমাধ্যম আইএএনএস-কে জানাচ্ছেন অস্টিয়োআর্থ্রাইটিস সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
তাই সামান্য লক্ষণ দেখা দিলেও তা এড়ানো ঠিক নয়। এতে রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
চিকিৎসকের কথায়, বর্তমান সময়ে অস্টিয়োআর্থ্রাইটিসে অনেকেই ভুগছেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা সঠিক সময়ে ধরা পড়ে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
সঠিক সময়ে রোগটি ধরা গেলে হাঁটাচলার সমস্যা হয় না। ওষুধ ও সঠিক চিকিৎসার সাহায্যে রোগটি নিয়ন্ত্রণে রাখা যায়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
চিকিৎসক রাজীব বর্মার কথায় ভারতীয় অধিকাংশ রোগী জয়েন্ট ক্ষতি অনেকটা হয়ে যাওয়ার পর চিকিৎসকের কাছে আসেন।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
সেই সময় হাঁটু আগের অবস্থায় ফিরিয়ে আনা একেবারেই সম্ভব হয় না। তখন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি ছাড়া অন্য কোন উপায় থাকে না।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
অন্যদিকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসক অখিলেশ যাদবের কথায় অনেক রোগী ব্যথার ওষুধ খেয়েই ব্যথা কমান। এই প্রবণতাও মারাত্মক।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
ঘন ঘন হাঁটু বা জয়েন্টে ব্যথা হলে হাঁটতে অসুবিধা হলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয়।(ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -