Skin ageing facts: বয়স বাড়তেই কেন ত্বক কুঁচকে যায় ? কী এর রহস্য ?
বয়স বাড়তে শুরু করলে ত্বকের দুরকম পরিবর্তন হয়। একটি ত্বকের ভিতরে ও অন্যটি ত্বকের বাইরে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্বকের ভিতরে তিনরকমের উপাদান থাকে। এর মধ্যে একটি হল কোলাজেন। এটি ত্বকের বাঁধুনি ধরে রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
দ্বিতীয় উপাদানটি হল ইলাস্টিন। এতে ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে। পাশাপাশি ত্বককে টানটান রাখে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
তৃতীয় উপাদান হল গ্লাইকাসঅ্যামিনোগ্লাইকান বা GAG। ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তৃতীয় উপাদানটি। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
কিন্তু বয়স ২০-এর কোঠা পেরোলে ত্বকের কোলাজেন উৎপাদন কমতে শুরু করে। প্রতি বছর ১ শতাংশ করে এটি কমে যায়। (ছবি সৌজন্য: ফ্রিপিক)
এর ফলে ত্বক ধীরে ধীরে পাতলা হয়। ত্বকের বাঁধুনিও কমে যেতে থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
২০ বছর বয়সের পর থেকে ত্বকের ঘর্মগ্রন্থির কার্যক্ষমতা কমতে থাকে। কমতে শুরু করে ইলাস্টিন ও GAG-এর উৎপাদন। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
এই তিন উৎপাদন কমে যেতেই ত্বকে বার্ধক্য আসতে শুরু করে। তবে এটি ত্বকের ভিতরকার ভাঙন। বাইরে থেকেও ত্বক প্রভাবিত হয়। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
সূর্যের ইউভিএ ও ইউভিবি রশ্মি ত্বকের উপরের স্তরের ক্ষতি করে। এর ফলে বলিরেখাসহ বার্ধক্যের অন্য লক্ষণ ফুটে উঠতে শুরু করে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
ভিতর ও বাইরে - দুদিক থেকেই ত্বকের ক্ষয় শুরু হয়। যার ফলে বয়স বাড়লে ত্বক কুঁচকে যেতে থাকে। (ছবি সৌজন্য: পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -