Mirror Folklore: বিছানার সামনে তো বটেই, শোওয়ার ঘরেই আয়না রাখা উচিত নয়, বলছে বিভিন্ন দেশের লোককথা

Sleep Facing a Mirror: দেশ ও সংস্কৃতি অনুযায়ী এক এক রকমের কথা শোনা যায়। ছবি: ফ্রিপিক, পিক্সাবে।

Continues below advertisement

ছবি: ফ্রিপিক, পিক্সাবে।

Continues below advertisement
1/12
বাড়িতে আয়না ছাড়া চলে না আমাদের। কিন্তু ঘরের কোথায় আয়না রাখছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বিছানার সামনে আয়না রাখা শুভ নয় বলে মনে করা হয়। আয়নার সামনে কখনও ঘুমানো উচিত নয় বলে বিভিন্ন সংস্কৃতিতেই প্রচলিত রয়েছে।
2/12
চিনা সংস্কৃতিতে বিছানার সামনে আয়না রাখা, আয়নার সামেন ঘুমানোকে অশুভ বলে ধরা হয়। আয়নাকে পোর্টাল হিসেবে ধরা হয় সেখানে, অর্থাৎ আয়নাকে অন্য ডাইমেনশনে পৌঁছনোর রাস্তা বলে ধরা হয়। তাই বিছানার সামনে আয়না না রাখার নিদান রয়েছে ফেং শুইতেও।
3/12
কথিত রয়েছে, আয়নার সামনে ঘুমানোর সময় মানুষের আত্মার প্রতিবিম্ব আয়নায় পড়ে। ওই সময় আত্মা শরীর ছেড়ে বেরিয়ে ঘুরে বেড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে বিভ্রান্ত হয়ে পড়তে পারে আত্মা। প্রতিবিম্বর মধ্যে আটকে পড়তে পারে।
4/12
ফিলিপিন্সেও বিছানার সামনে আয়না রাখা নিয়ে নানা ধারণা প্রচলিত রয়েছে। বাড়িতে কেউ মারা গেলেও সেখানে আয়না কাপড়ে ঢেকে দেওয়া হয়। মৃত ব্যক্তির আত্মা আয়নায় বন্দি হয়ে যায় এবং আয়নার এপারেও তার প্রভাব পড়ে বলে বিশ্বাস করেন সেখানকার মানুষ।
5/12
ফিলিপিন্সের লোককথা অনুযায়ী, আয়নার সামনে ঘুমালে আধ্য়াত্মিক প্রতিরোধ ভেঙে পড়ে। অশরীরি আত্মার নজর পড়ে, তারা দুর্বলতা বুঝে যায়। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেন, ঘুম গভীরও হয় না।
Continues below advertisement
6/12
জাপানের লোককথা অনুযায়ী, আয়নার নিজস্ব শক্তি রয়েছে। আয়না ভবিষ্যৎ দেখতে পায়, এমনকি আনা আত্মাকে ফাঁদে ফেলতে পারে, মায়ার জালে বন্দি করতে পারে বলে শোনা যায়।
7/12
শুধু তাই নয়, জাপানোর লোককথা অনুযায়ী, আয়না অন্য জগতে প্রবেশের রাস্তা। আমাদের দুনিয়ার সমান্তরাল, একটি বিকল্প দুনিয়া রয়েছে। আয়নার সামনে ঘুমালে, বিশেষ করে রাতে যদি আয়নার সামনে ঘুমানো হয়,সেক্ষেত্রে ওই দুনিয়ার এনার্জি এখানে এসে পৌঁছয়। এলোমেলো স্বপ্ন দেখতে শুরু করেন মানুষ, বিভ্রান্তি জন্মায় মনে, মনে হয়, কারও নজরদারিতে যেন বাঁধা পড়েছেন।
8/12
আফ্রিকা, বিশেষ করে পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে আয়না নিয়ে নানা কথা প্রচলিত রয়েছে। পূর্বপুরুষের আত্মার সঙ্গে যোগাযোগ করতে সেখানে আয়না ব্যবহার করা হয়। সেখানে ঘরের মধ্যে আয়না রাখার চল নেই।
9/12
পশ্চিম আফ্রিকার লোককথা অনুযায়ী, আয়নার সামনে ঘুমালে, এমন কিছু শক্তির সংস্পর্শে চলে আসেন মানুষ, যা কাম্য নয়। কেউ যখন ঘুমে আচ্ছন্ন থাকেন, সেই সময় অন্য জগতের নজর পড়ে তাঁর উপর। দুঃস্বপ্নের পাশাপাশি, কিছু ভর করেছে বলেও মনে হতে পারে। ঘুম ভাঙার পর, রোজকার জীবনেও অস্বস্তি বোধ হতে থাকে।
10/12
বলকান লোককথা অনুযায়ী, ঘরের মধ্যে আয়না রাখাই উচিত নয়। আয়না থাকলেও, অমাবস্যা, গ্রহণের সময় তা সরিয়ে ফেলা হয়, ঢেকে দেওয়া হয় কাপড়ে। কেউ অসুস্থ হলে, তাঁর ঘরেও আয়না রাখা হয় না।
11/12
বলকানরা বিশ্বাস করেন, আয়নায় যে নিজেকে দেখি আমরা, তা শুধু মাত্র প্রতিবিম্ব নয়। বরং আমাদেরই দুর্বল রূপ প্রতিফলিত হয়। ঘুমের মধ্যে আমরা সচেতন থাকি না। সেই সময় দুর্বল হয়ে পড়ি। সেই সময় আয়নায় প্রতিবিম্বও যদি ঘুমন্ত অবস্থায় থাকে, আত্মা শরীর ছেড়ে প্রতিবিম্বে প্রবেশ করতে পারে এবং ফিরেও না আসতে পারে।
12/12
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
Sponsored Links by Taboola