Skincare Tips: তাড়াহুড়োতে শ্যাম্পু মেখে নিচ্ছেন গায়ে? মারাত্মক ক্ষতি হচ্ছে ত্বকের

Shampoo on Skin: অনেকেরই এই অভ্য়াস আছে। ত্বকের ক্ষতি করছেন অজান্তেই। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
চুলের শ্যাম্পু মাথায় মাখেন কেউ কেউ। কিন্তু তা কি আদৌ উচিত? এব্যাপারে কী বলছেন বিশেষজ্ঞরা, জানুন।
2/10
চুলের শ্যাম্পুতে সোডিয়াম লরেল সালফেট থাকে, যা ত্বকের প্রাকৃতিক তেল কেড়ে নেয়। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বক চুলকায় এবং লাল হয়ে যায়।
3/10
শ্যাম্পুতে সুগন্ধী ও রাসায়নিক মেশানো থাকে। এই ধরনের উপাদান ত্বকের ক্ষতি করে। ত্বক জালা করে, ব়্যাশ বেরোয়।
4/10
স্ক্যাল্পে ব্যবহারের জন্য তৈরি শ্যাম্পুতে যে pH থাকে, তা ত্বকের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে মুখে একেবারেই মাখা উচিত নয়। নরম ত্বকে একেবারেই শ্যাম্পু মাখবেন না।
5/10
মুখে শ্যাম্পু মাখলে ব্রণ হতে পারে। শ্যাম্পু রন্ধ্রগুলি বন্ধ করে দেয়, যা থেকে ফসকুড়ি বেরোয়।
6/10
শ্যাম্পুর পরিবর্তে বডি ওয়াশ ব্যবহার করুন। সিনডেট বার বা সিনথেটিক ডিটারজেন্ট বেসড ক্লেনজার ব্যবহার করতে পারেন।
7/10
ব্রণর সমস্যা থাকলে স্যালিসিলিক অ্যাসিড, বেঞ্জয়েল পারঅক্সাইড, টি ট্রি অয়েল যুক্ত ক্লেনজার ব্যবহার করুন।
8/10
বডি ওয়াশে ময়শ্চারাইজিং উপাদান থাকে, যেমন, গ্লিসারিন, অ্যালোভেরা, ন্যাচরাল অয়েল। শ্যাম্পুতে এমন ময়শ্চারাইজিং উপাদান থাকে না। ফলে ত্বকের উপকারের বদলে অপকার হয়।
9/10
প্রাকৃতিক ভাবে ত্বকের উপর বিশেষ ব্য়ারিয়ার থাকে, যা ত্বকের ক্ষতি হতে দেয় না। কিন্তু শ্যাম্পু ব্যবহারে ত্বক জ্বালা, সংক্রমণের ঝুঁকি থাকে। বিশেষ করে সেনসিটিভ ত্বক হলে সাবধান হোন।
10/10
বিপাকে পড়লে কখনও কখনও ত্বকে শ্য়াম্পু মাখা যায় বইকি। কিন্তু অভ্যাসে পরিণত করবেন না।পরে পস্তাবেন নিজেই। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola