Milk Tea: গরমে নয় এই চা, হতে পারে মারাত্মক ক্ষতি

Lifestyle Tips: কোন চা পানে হতে পারে সমস্যা?

ফাইল ছবি

1/9
গরমকালে মানেই গলধঘর্ম পরিস্থিতি। তার মধ্যে গরম পানীয় পান করলে আরও অস্বস্তিকর পরিস্থিতি। তবে শুধু ভাল লাগা বা খারাপ লাগার বিষয় নয়, গরমকালে চা পানে একাধিক সমস্যাও হতে পারে।
2/9
কারও লিকার চা, কারও আবার পছন্দ দুধ চা পছন্দ। তবে গরমকালে বিশেষত দুধ চা এড়িয়ে চলাই শ্রেয়। কিন্তু কেন? কী কী সমস্যা দেখা দিতে পারে?
3/9
উচ্চ ক্যালোরিযুক্ত হয় এই চা। কারণ এতে সাধারণত চিনি এবং ফুল ফ্যাট মিল্ক থাকে। প্রতিদিন পানে বাড়তে পারে ওজন।
4/9
স্বাদ বাড়াতে দুধ চায়ে দেওয়া হয় চিনি। তাতে স্থূলতা বাড়তে পারে। ডায়বেটিকদের রক্তে শর্করার পরিমাণও বেড়ে যায়।
5/9
এতে ক্যাফেইন থাকে। যার জন্য স্বাভাবিক জীবনযাত্রায় ছেদ পড়ে। অস্থীরতা সহ অনিদ্রা বাড়তে পারে।
6/9
দাঁতের সমস্যার কারণ হতে পারে দুধ চা। এতে ব্যবহৃত চিনি এবং দুধের জন্য দাঁতে পোকা হওয়া সহ অকালে দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
7/9
প্রতিদিন এই চা পান করলে অন্য পুষ্টি সমৃদ্ধ খাবার তার নিজের কাজ করতে পারে না।
8/9
প্রতিদিন দুধ চা পান করলে হতে পারে অ্যাসিডিটির সমস্যা। বুক জ্বালা সহ গ্যাসের সমস্যা হতে পারে এক্ষেত্রে।
9/9
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola