Dandruff Problem: শীত আসছে, খুশকি নিয়ে ভাবছেন? ঘরোয়া পদ্ধতিতেই কীভাবে এড়ানো যায় চুলের এই সমস্যা

Hair Care Tips: শীতের মরশুমে খুশকির সমস্যা এড়াতে চাইলে আপনি ঘরোয়া পদ্ধতিতেই কীভাবে চুলের যত্ন নেবেন, পরিচর্যা করবেন, জেনে নিন।

Continues below advertisement

ছবি সূত্র- পিক্সেলস

Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে অনেকের ক্ষেত্রেই বাড়ে খুশকির সমস্যা। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন?
2/10
ছবি সূত্র- পিক্সেলস। খুশকির সমস্যা দূর করতে বা কমাতে ঘরোয়া পদ্ধতিতেই পরিচর্চযা করলে উপকার পাবেন আপনি।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পুর পরিবর্তে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতির উপর। বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়েই খুশকির সমস্যা দূর করা সম্ভব।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। চুলে এবং মাথার তালুতে কী কী ব্যবহার করলে খুশকি দূর হবে, দেখে নিন সেই তালিকা। সহজ কিছু উপকরণের সাহায্যেই কমবে খুশকির সমস্যা।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। গ্রিন টি খুশকির সমস্যাও যে দূর করে তা অনেকেই জানেন না। অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ রয়েছে গ্রিন টি- এর মধ্যে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। এই বিশেষ চায়ের টি ব্যাগ গরম জলে প্রথমে ভিজিয়ে নিন। তারপর টি-ব্যাগ ঠান্ডা করে তা মাথার তালু এবং চুলে লাগাতে হবে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। যে চা তৈরি হয়েছে সেটা দিয়ে চুল ধুয়ে নিন। কয়েক সপ্তাহ ব্যবহারের পরেই ফল দেখতে পাবেন। অ্যান্টিঅক্সিডেন্টসও প্রচুর পরিমাণে রয়েছে গ্রিন টি- এর মধ্যে, যা আমাদের স্ক্যাল্পের খেয়াল রাখে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। মূলত মাথার তালু রুক্ষ, শুষ্ক হয়ে গেলেই খুশকির সমস্যা বাড়ে। তাই নারকেল তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে খুশকি দূর হবে। তবে আপনার স্ক্যাল্প তেলতেলে ধরনের হলে নারকেল তেল ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল সার্বিক ভাবেই চুলের স্বাস্থ্যের জন্য ভাল। স্ক্যাল্পে অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করলে দূর হবে খুশকির সমস্যা। অল্প কয়েকদিনের মধ্যেই উপকার পাবেন আপনি।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল দিয়ে স্ক্যাল্পে এবং চুলে ম্যাসাজের পর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। অ্যালোভেরা জেলের প্রভাবে চুল নরম এবং মোলায়েম হয়। উজ্জ্বলতাও বাড়ে।
Sponsored Links by Taboola