Winter Hair Care Tips: শীতের মরশুমেও সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করা চুলের জন্য কেন জরুরি?

Hair Care: শীতকালে খুশকির সমস্যা প্রবলভাবে দেখা যায়। নিয়মিত শ্যাম্পু করার অভ্যাস এই সমস্যাও দূর করবে।

Continues below advertisement

ছবি সূত্র- পিক্সেলস

Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালেও চুলে শ্যাম্পু করা জরুরি। নাহলে পরিষ্কার থাকবে না চুল। দেখা দেবে অনেক সমস্যা।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে যেহেতু বাতাসে দূষণের মাত্রা বেশি থাকে, তাই চুলে সহজে জমে যায় নোংরা। এই ময়লা দূর করতে শীতেও চুলে রোজ শ্যাম্পু করুন।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতে আবহাওয়া রুক্ষ ও শুষ্ক। তাই চুলে শ্যাম্পু করার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নাহলে চুলে সমস্যা বাড়বে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে চুলে শ্যাম্পু করার আগে অবশ্যই নারকেল তেল গরম করে ম্যাসাজ করুন। নাহলে স্ক্যাল্প রুক্ষ ও শুষ্ক হয়ে যাবে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে চুলে শ্যাম্পু করলে অবশ্যই ব্যবহার করুন কন্ডিশনার। তাহলে চুল থাকবে মোলায়েম এবং উজ্জ্বল।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতের দিনে শ্যাম্পু করার পর চুলে অবশ্যই ব্যবহার করতে হবে সিরাম। হেয়ার সিরাম চুল নরম এবং মোলায়েম রাখবে। পাশাপাশি বজায় রাখবে উজ্জ্বলতা।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে প্রায় সকলেই গরম জলে স্নান করেন। তবে শ্যাম্পু করার পর চুল ধোয়ার সময় কিন্তু হাল্কা গরম জল ব্যবহার করবেন। বেশি গরম জল চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে রোজ শ্যাম্পু করা সম্ভব নয়। কিন্তু সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন শ্যাম্পু করতেই হবে। নাহলে চুলে দেখা দেবে অনেক সমস্যা।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতের দিনে চুলে শ্যাম্পু করার আগের দিন রাতেই স্ক্যাল্পে এবং চুলে ভালভাবে নারকেল তেল গরম করে ম্যাসাজ করে নিন। পরের দিন শ্যাম্পু করে নিলেই চুল থাকবে মজবুত, চকচকে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে খুশকির সমস্যা প্রবলভাবে দেখা যায়। নিয়মিত শ্যাম্পু করার অভ্যাস এই সমস্যাও দূর করবে।
Sponsored Links by Taboola