Cough And Cold: হেঁচে-কেশে নাজেহাল আপনি? কী কী করলে আরও বাড়বে সমস্যা, জেনে নিন ও সতর্ক থাকুন
Winter Health Care Tips: শীতকাল মানেই অনেকের জীবনে হাঁচি, কাশি, নাক-চোখ দিয়ে জল পড়া রোজের সঙ্গী। কোন কোন বিষয় এই সমস্যাগুলিকে আরও বাড়িয়ে দেয়, জেনে নিন।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। শীতকালে অনেকের ক্ষেত্রেই মারাত্মক ভাবে বাড়ে হাঁচি, কাশির, সর্দির সমস্যা। সঙ্গে থাকে নাক-চোখ দিয়ে জল পড়ার সমস্যাও।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। এইসব সমস্যা এড়াতে শীতের মরশুমে সতর্ক থাকা খুব জরুরি। আর তার জন্য জেনে নিতে হবে সঠিক উপায়ও। তবেই পাবেন উপকার।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। কী কী করলে হাঁচি-কাশি-সর্দির সমস্যা আরও বেড়ে যেতে পারে, কী কী করলে সুস্থ থাকতে পারবেন, জেনে নিন বিস্তারিত।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। হাঁচির সমস্যা থাকলে রুমাল পরিবর্তনের অভ্যাস রাখুন। একই রুমাল বারবার ব্যবহার করবেন না কোনওভাবেই।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। হাঁচির সমস্যা এড়াতে চাইলে মাস্ক পরতে হবে। কারণ দূষণের থেকেও বেড়ে যেতে পারে হাঁচির সমস্যা। অতএব সতর্ক থাকা জরুরি।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। কাশির সমস্যায় সহজে আরাম থেকে ঘরোয়া টোটকা। গরম জল খেতে পারেন। মুখে রাখতে পারেন লবঙ্গ। আর নিয়মিত গরম জল দিয়ে গার্গল করতে পারলে ভাল।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। হাঁচি, কাশি, সর্দি, নাক-চোখ দিয়ে জল পড়া - যে সমস্যাই দেখা যাক না কেন, বারবার চোখে-মুখে-নাকে হাত দেবেন না। রুমাল কিংবা টিস্যু ব্যবহার করুন।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। চোখে, মুখে, নাকে বারবার হাত দিলে অ্যালার্জি, সংক্রমণ সবই বেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবধানে থাকা জরুরি।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। সকালে ঘুম থেকে উঠে গরম জল দিয়ে মুখ ধোওয়ার চেষ্টা করুন। বিছানা থেকে সরাসরি মাটিতে পা নিয়ে দিয়ে চটি গলিয়ে নিন। ছোটোখাটো এইসব অভ্যাস অনেক উপকার করবে আপনার শরীর-স্বাস্থ্যের।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। শরীর খারাপ কখনই অবহেলা করবেন না। সমস্যা বাড়ছে বুঝলে অবশ্যই পরামর্শ নিতে হবে চিকিৎসকের। নাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই সাবধানে থাকুন।
Published at : 16 Dec 2025 12:57 AM (IST)