Room Heater Effects: ঠান্ডা থেকে নিস্তার মিললেও, মারাত্মক ক্ষতি শরীরের, রুম হিটার ব্যবহারে সতর্ক হোন
বাড়িতেই থাকুন বা বেড়াতে যান, প্রচণ্ড ঠান্ডায় রুম হিটার না হলে চলে না আমাদের। বিদ্যুৎচালিত রুম হিটার হয় যেমন, তেমনই গ্যাস হিটার, ইনফ্র্যারেড হিটারও হয়। তবে অত্যধিক রুম হিটার ব্যবহারে শরীরে নেতিবাচক প্রভাব পড়ে। কী সাবধানতা অবলম্বন করবেন জানুন। ছবি:পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরুম হিটার ঘরের মধ্যেকার বাতাসকে শুষ্ক করে তোলে। ত্বকের শুষ্কতা বাড়ে, চোখ, গলা শুকিয়ে যায়। অত্যধিক রুম হিটার ব্যবহারে শ্বাসকষ্ট, নাকবন্ধ এবং সংক্রমণের প্রবণতাও বেড়ে যেতে পারে। ছবি: ফ্রিপিক।
ঠিকঠাক যত্ন না নিলে, রুম হিটার থেকে কার্বন মনোক্সাইড নির্গত হয়। কার্বন মনোক্সাইড রং এবং গন্ধহীন হয়। শ্বাস নেওয়ার সময় শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে। মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, মাথাঘোরার সমস্যা দেখা দেয়। পরিস্থিতি গুরুতরও হতে পারে। ছবি: ফ্রিপিক।
রুম হিটারের সঠিক ব্যবহার না জানলে, মারাত্মক বিপদ হতে পারে। বেশি গরম হয়ে আগুন ধরে যেতে পারে। এর জেরে আর্থিক ক্ষয়ক্ষতি যেমন হতে পারে, তেমনই, পুড়ে যাওয়ার ভয়ও থাকে। ছবি: ফ্রিপিক।
রুম হিটার সারাক্ষণ চললে ঘরের মধ্যে ধূলিকণা ভেসে ওঠে। এ থেকে অ্যালার্জি হতে পারে। বিশেষ করে অ্যাজমা রোগীদের জন্য রুম হিটার মোটেই নিরাপদ নয়। ছবি: ফ্রিপিক।
বেশি ক্ষণ হিটার চালিয়ে রাখলে, চোখ করকর করতে শুরু করে। চুলকাতে শুরু করে ত্বক। অস্বস্তি বোধ হতে পারে। ছবি: ফ্রিপিক।
কেরোসিন এবং গ্যাসের দ্বারাও রুম হিটার চলে। কিন্তু তা থেকে নির্গত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড ঘরের বাতাসকে দূষিত করে তোলে। এর ফলে শ্বাসকষ্ট থেকে, অ্যাজমা, যক্ষ্মা পর্যন্ত হতে পারে। ছবি: ফ্রিপিক।
সাবধানতা অবলম্বন করতে রুম হিটারের আশেপাশে দাহ্য পদার্থ রাখবেন না। পর্দা, বিছানার চাদর যে না ওড়ে। অন্তত তিন ফুটের দূরত্ব থাক। ছবি: ফ্রিপিক।
রুম হিটার চালিয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন না। তার আগে প্লাগ খুলে রাখুন। ঘরে হাওয়া-বাতাস চলাচল করছে কিনা, দেখতে হবে। ছবি: ফ্রিপিক।
ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড নির্গত হতে শুরু করলে যাতে গোড়াতেই ধরা যায়, তার জন্য ডিটেক্টর রাখুন। নিয়মিত ব্যাটারি পাল্টান। নিয়মিত পরীক্ষা করে দেখুন রুম হিটার। ছবি: ফ্রিপিক। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -