Women Health Problems: হাতে-পায়ে এই লক্ষণ গেলেই সাবধান, খারাপ হবার জোগাড় এই অঙ্গ; মহিলাদের থাকতে হবে সতর্ক

Women Health Risk: মহিলাদের শরীরে গুরুতর সমস্যা দেখা দিলে নজরে আসে এই কয়েকটি লক্ষণ। এগুলিই চিনিয়ে দেয় অজান্তে কিডনির কোনও সমস্যা রয়েছে কিনা।

এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হতে হবে মহিলাদের

1/9
মহিলাদের কিডনি বিকল হলে তাদের পা ও মুখে ফোলাভাব দেখা দিতে পারে। এই ফোলাভাব সকালে ঘুম থেকে ওঠার পর বেশি দেখা যায়।
2/9
শুধু তাই নয়, প্রস্রাবের সঙ্গে প্রোটিনের নির্গমনের ইঙ্গিত দেখা যেতে পারে, যা কিডনির ক্ষতির লক্ষণ। এই লক্ষণ দেখলে অবহেলা করা উচিত নয়।
3/9
মূত্রের রঙ, পরিমাণ এবং ধরনে পরিবর্তন হতে পারে। যেমন, প্রস্রাবে ফেনা হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া বা খুব কম প্রস্রাব হওয়া ইত্যাদি।
4/9
অনেকসময় দেখা যায় কোনও কোনও মহিলার প্রস্রাবের সঙ্গে রক্ত আসে। এইগুলি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে এবং এগুলি উপেক্ষা করা উচিত নয়।
5/9
ডাক্তার নবিনাথ এম বলেন যে প্রাথমিক পর্যায়ে কিডনি খারাপ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ থাকে না বা খুব হালকা হয়। তাই নিয়মিত রক্ত, প্রস্রাবের পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি যাতে রোগটি দ্রুত ধরা যায়।
6/9
মহিলাদের কিডনি রোগ হলে ক্লান্তি, দুর্বলতা এবং ক্ষুধামন্দা হতে পারে। এই লক্ষণগুলো শরীরের রক্ত-স্বল্পতা (অ্যানিমিয়া) বা শরীরে বিষাক্ত পদার্থ বৃদ্ধির কারণে হয়ে থাকে।
7/9
মহিলাদের মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) খুব সাধারণ, যার কারণে বার বার প্রস্রাবে জ্বালা, ব্যথা বা সংক্রমণ হতে পারে।
8/9
যদি ইউটিআই বার বার হয় তবে কিডনি পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে, যার ফলে কিডনি খারাপ হতে পারে।
9/9
কিডনি রোগের শুরুতে লক্ষণগুলো হালকা হয় অথবা দেখাই যায় না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, রক্ত ও প্রস্রাবের পরীক্ষা জরুরি। কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, যাতে সময় থাকতে চিকিৎসা শুরু করা যায়।
Sponsored Links by Taboola