যেন প্রাকৃতিক অমৃত ! যেসব গুণে অতুলনীয় ডাবের জল
Coconut Water : ক্যালরি কম, প্রাকৃতিক স্বাদে ভরপুর নারকেল ও ডাবের জল স্বাস্থ্যকর পানীয় হিসেবে এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
হৃদয় থেকে ত্বক, কীসে উপকার নেই ডাবের জলের !
1/10
ডাবের জল। গুণ অসীম। কী উপকারই না হয় ! বলেন বিশেষজ্ঞরা। এহেন ডাবের জলের নানা উপকারের কথা রইল আজ বিশ্ব নারকেল দিবসে।
2/10
সবুজ মোড়কের ভিতরে এযেন অমৃত। স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। রোগীর অনবদ্য পথ্য হিসেবে ব্যবহার তো করাই হয় ডাবের জল। দেখে নেওয়া যাক আর কী কী উপকার।
3/10
২০০৯ সালের ২ সেপ্টেম্বর থেকে বিশ্ব নারকেল দিবসের সূচনা। যাতে এই সুপারফুডের ব্যাপারে বিশ্বের মানুষ বেশি বেশি জানতে পারেন। ব্যবহার করেন। উৎসাহ আসে নারকেল চাষে।
4/10
নারকেল বা ডাবের জলে অনেক উপকার। বিশেষজ্ঞরা বলে থাকেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মত উপকারী উপাদানে ভরপুর ডাবের জল।
5/10
শরীরকে জলশূন্য হতে দেয় না ডাবের জল। মাংসপেশিকে রাখে সচল। ভারসাম্য রাখে PH-এর। তাই শরীর খারাপ হলে ডাবের জলে স্বাস্থ্যকে শীঘ্রই তরতাজা করে তুলতে সহায়তা করে।
6/10
এছাড়াও ডাবের জলে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন B সমূহ। রাইবোফ্লেবিন, নিয়াসিন, ফোলেট পাওয়া যায় এতে। যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং শরীরে প্রাণশক্তি বজায় রাখতে সাহায্য করে।
7/10
ডাবের জলে ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও কপারের মতো খনিজও মেলে। রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা নানাবিধ শারীরিক কার্যকলাপে সহায়তা করে থাকে।
8/10
ডাবের জলের পটাশিয়াম রক্তচাপে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং হৃদযন্ত্রে যাতে চাপ না পড়ে তা দেখে। নিয়মিত ডাবের জল খেলে হৃদরোগের সম্ভাবনা কমে যায়।
9/10
ডাব, নারকেলের জলের অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি চেহারায় তরতাজা ভাব বজায় রাখতে সহায়তা করে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
10/10
পেটের যাবতীয় সমস্যা সমাধানে ডাবের জলের জুড়ি মেলা ভার। অ্যাসিড রিফ্লাক্স কমাতে সাহায্য করে। ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। হজমের সমস্যা মেটায়। এবং কোষ্ঠকাঠিন্য নিবারণে সাহায্য করে।
Published at : 02 Sep 2025 10:31 PM (IST)