World No Tobacco Day : ধূমপানের ফলে নিজের ক্ষতি তো হচ্ছেই, বাড়ির বাচ্চার কী ভয়ঙ্কর পরিণতি জানেন?
প্রতি বছর ৩১ মে তামাক বিরোধী দিবস (World No Tobacco Day 2022) পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র তামাক সেবনের জন্যই প্রতি বছর সারা বিশ্বে ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতামাক সেবনের ক্ষতিকারক, মারাত্মক প্রভাব তুলে ধরার জন্যই তামাক বিরোধী দিবস পালন করে থাকে WHO।
প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে, তামাক সেবনের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে। শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসনালীর অবনতি, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (Chronic Obstructive Pulmonary Disease) –এর মতো শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হতে পারেন পরোক্ষ ধূমপায়ীরা।
শ্বাসযন্ত্রের নানা সমস্যা যেমন হাঁপানি, ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো সমস্যা হতে পারে শিশুদের।
শিশুর ১৮ মাস বয়স পর্যন্ত তার আশেপাশে বা পরিবারের কেউ যদি তার সামনে ধূমপান করেন তবে শ্বাসযন্ত্রের নানা সমস্যা হতে পারে। ঠান্ডা লাগা, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, অনাক্রম্যতা হ্রাস হতে পারে।
পরোক্ষভাবে ধূমপানের শিকার হলে ফুসফুসের বৃদ্ধি ঘটে না। মেনিনোকোকাল রোগের ঝুঁকি রয়েছে।
ধূমপান করেন এমন কোনও ব্যক্তির সঙ্গে একই বাড়িতে থাকলে অন্যদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। পরোক্ষ ধূমপান ফলে রক্ত জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়।
গলা এবং স্বরযন্ত্রের ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের কার্যকারিতা হ্রাস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -