Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Year 2022 Special: বাড়িতেই কীভাবে নিউ ইয়ার সেলিব্রেট করবেন?
বাড়ছে করোনা। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এর মাঝে বাড়ির বাইরে বেরলেই সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই বর্ষবরণ উদযাপন করা যাক বাড়িতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাড়ির বাইরে যখন করোনার সংক্রমণের আশঙ্কা। তখন বর্ষবরণ উদযাপন করুন বাড়িতেই আনন্দ করে। একা হোক কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে বসে চুটিয়ে কোনও পছন্দের সিনেমা দেখে ফেলুন।
হোটেল থেকে পছন্দের কোনও খাবার আনিয়ে এদিন বাড়ির সকলে মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে খেতে পারেন।
বর্ষবরণের মুহূর্ত উদযাপন করতে পারেন ঘর সাজিয়ে। মনের মতো করে সাজিয়ে ফেলুন বাড়িটাকে। ভোল বদলে দিন। নতুন বছরে যাঁরা বাড়িতে আসবেন চমকে যাবেন।
এই সময়টা বাইরে যখন হই হুল্লোড়ে মেতে উঠছে, তখন আপনি সময়টা কাটাতে পারেন বাড়ির বাচ্চাদের সঙ্গে কিংবা প্রিয়জনদের সঙ্গে বসে লুডো, দাবা কিংবা যেকোনও খেলার মাধ্যমে।
বাড়িতেই মিউজিক সিস্টেমে গান বাজিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে উপভোগ করুন। একেবারে পার্টির মতোই লাগবে। আবার সংক্রমণের আশঙ্কাও থাকবে না।
চকোলেট খেতে কে না ভালোবাসে। নতুন বছর পড়তেই আপনাকেও হয়তো উপহার দিতে হবে কিংবা এমনিই বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে ফেলুন চকোলেট। রেসিপি আগেই আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
নিজেকে কিছুটা সময় দিন। সবার মাঝে থাকতে থাকতে হয়তো নিজকেই সময় দেওয়া হয় না। ভিড়ের মাঝে না গিয়ে নিজের জন্য এই সময়টা বেছে নিন।
টিভিত কিংবা মোবাইলে নানা জায়গায় বর্ষবরণের ভিডিও দেখতে পারেন। করোনা পরিস্থিতি কাটলে আমরাও আবার আগের জায়গায় ফিরে যাব। আর সকলের সঙ্গে বর্ষবরণ সেলিব্রেট করব।
বাড়ির ছোটদের জন্য নতুন বছরের বিভিন্ন গ্রিটিংস কার্ড বানিয়ে ফেলুন এই সময়টায়। সকালে উঠে বাচ্চাদের উপহার দিন। বড়দিনের মতো নতুন বছরেও সান্তাক্লজ এসেছে মনে হবে ওদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -