একনজরে দেখে নেওয়া যাক কনটেনমেন্ট তালিকায় রয়েছে কলকাতার কোন কোন এলাকা
রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। কলকাতার ২৫টি কনটেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। একনজরে দেখে নেওয়া যাক কনটেনমেন্ট তালিকায় রয়েছে শহরের কোন কোন এলাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রশাসনের তালিকা অনুযায়ী, কলকাতার কনটেনমেন্ট জোনগুলি হল-১৩ নম্বর ওয়ার্ডের আরিফ রোড, উল্টোডাঙা অধরচন্দ্র দাস লেন (উল্টোডাঙা), জওহরলাল দত্ত লেন (দত্ত বাগান), ১৭ নম্বর উল্টোডাঙা মেন রোড (কর বাগান)।
২৫ নম্বর ওয়ার্ডের ৩২, ৬৭ বি, ৫/৭ বলরাম দে স্ট্রিট (গিরিশ পার্ক)
২৭ নম্বর ওয়ার্ডের ৮/স, ৩ এ, ৪/১ ডি হরিপাল লেন (বটতলা)
৩১ নম্বর ওয়ার্ডের ২০/১ এন, মতিলাল বসাক লেন (কাঁকুড়গাছি), পি ১২ (কাঁকুড়গাছি), সিআইটি স্কিম ৭ এম (খোট্টাবাগান)
৩৩ নম্বর ওয়ার্ডের ৩৮ এল ও ৬৪ সুরেন সরকার রোড (ফুলবাগান)
৩৮ নম্বর ওয়ার্ডের ১৩৮ নম্বর রাজা রামমোহন সরণি (৪৬/৫৭, ৫৭, ১০৪, ৯৬ এ, ১০৬/২ এ), আমহার্স্ট স্ট্রিট
৬০ নম্বর লিন্টন স্ট্রিট-ব্লাড ব্যাঙ্ক (সুন্দরীমোহন অ্যাভিনিউ ক্রসিং-বিদ্যাপীঠ স্কুল), বেনিয়াপুকুর
৬৭ নম্বর ওয়ার্ডের ৭৬-১৫৭ ড. জি এস বোস রোড (কসবা)। এই ওয়ার্ডেরই ৮৫-১৫৮ সুইনহো লেন (কসবা)।
৭০ নম্বর ওয়ার্ডের ১৯ এ, শরৎ বোস রোড (ভবানীপুর)। এই ওয়ার্ডেরই চক্রবেড়িয়া রোড (৪৯ বি, ৩৬ এ, ৪৪, ৮/১ বি, ১২ এ) (ভবানীপুর)।
৭৪ নম্বর ওয়ার্ডের সত্যম টাওয়ার্স-৬৪ এ আলিপুর রোড। ওই ওয়ার্ডেরই ৫ বি, জাজেস কোর্ট (আলিপুর), ১ নম্বর বেলভেডিয়ার রোড (বেলভেডিয়ার এস্টেট), আলিপুর।
৯০ নম্বর ওয়ার্ডের ৫৫ এ, ড. শরৎ ব্যানার্জি রোড (ভবানীপুর)।
৯৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বিজয়গড়।
১০৯ নম্বর ওয়ার্ডের ১৩৮, পূর্বালোক (মুকুন্দপুর), সম্মিলনী পার্ক (মাঙ্গলিক-যুব শক্তি সম্মিলনী ক্লাব), অজয়নগর।
১২৩ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া হাইস্কুল-৪৬/১ ভুবনমোহন রায় রোড (সখেরবাজার)।
১২৪ নম্বর ওয়ার্ডের ৫১ প্রগতিপল্লি- ২৪৫ সি এম জি রোড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -