বুধবার থেকে চালু লোকাল,দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে ৬৯৬টি ট্রেন, দেখে নেওয়া যাক, কোন ডিভিশনে কতগুলো করে লোকাল ট্রেন
রেলের তরফে দাবি, নিউ নর্মালে ৪৬ শতাংশ লোকাল ট্রেন দিয়ে পরিষেবা শুরু হচ্ছে। তবে অফিস টাইমে থাকছে প্রায় ৮৫ শতাংশ ট্রেনই! ফলে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যায় অসুবিধা হওয়ার কথা নয় বলেই দাবি রেলের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঁশকুড়া-দিঘা লোকাল ২টি। মেচেদা-দিঘা লোকাল ২টি। শালিমার-সাঁতরাগাছি লোকাল ২টি করে চলবে।
হাওড়া - মেচেদা লোকাল ৪টি। শালিমার-মেচেদা ২টি। সাঁতরাগাছি মেচেদা লোকাল ৪টি।
হাওড়া আমতা লোকাল ৮টি। হাওড়া - হলদিয়া ৪টি। হাওড়া - খড়গপুর ৮টি।
খড়গপুর ডিভিশনে যে ৮১টি লোকাল ট্রেন চালানোর কথা বলা হয়েছে, তার মধ্যে হাওড়া মেদিনীপুর লোকাল চলবে ২৬টি। হাওড়া পাঁশকুড়া লোকাল থাকছে ১৬টি। সাঁতরাগাছি পাঁশকুড়া লোকাল ২টি
হাওড়া-বেলুড় ৪টি। হাওড়া-সিঙ্গুর ২টি। এবং ব্যান্ডেল-বালি লোকাল চলবে ২টি।
হাওড়া-চন্দনপুর ৪টি। হাওড়া-গুড়াপ ২টি। হাওড়া-শেওড়াফুলি ১৪টি।
হাওড়া-পান্ডুয়া ২টি। ব্যান্ডেল-পান্ডুয়া ১টি। বর্ধমান-কাটোয়া ৮টি।
হাওড়া-মশাগ্রাম ৪টি। হাওড়া-হরিপাল ২টি। হাওড়া-শ্রীরামপুর ৬টি।
হাওড়া-বর্ধমান কর্ড শাখায় থাকছে ২২টি লোকাল ট্রেন। ব্যান্ডেল-নৈহাটি লোকাল চলবে ১৮টি। হাওড়া-বারুইপাড়া লোকাল ২টি।
ব্যান্ডেল-কাটোয়া ৮টি। হাওড়া-তারকেশ্বর ১৯টি। হাওড়া-বর্ধমান মেইন শাখায় চলবে ২০টি লোকাল।
এবার দেখব হাওড়া ডিভিশনে কোন লোকাল কত চলবে। বুধবার থেকে হাওড়া ডিভিশন থেকে ২০২টি লোকাল ট্রেন চলবে। এর মধ্যে হাওড়া-ব্যান্ডেল লোকাল চলবে ৩৮টি।হাওড়া-গোঘাট লোকাল চলবে ১০টি। হাওড়া-কাটোয়া থাকছে ১২টি।
শিয়ালদা-ক্যানিং থাকছে ৩১টি। শিয়ালদা-সোনারপুর ১৯টি। এবং শিয়ালদা-বারুইপুর লোকাল চলবে ২১টি।
শিয়ালদা দক্ষিণ শাখায় বুধবার থেকে ১৪৩টি ট্রেন চলবে। এর মধ্যে, ২৭টি শিয়ালদা-বজবজ লোকাল চলবে। শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল চলবে ২১টি। শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল থাকবে ২৪টি।
শিয়ালদা-বনগাঁ ৩৯টি ।বনগাঁ/নৈহাটি-মাঝেরহাট ৭টি । শিয়ালদা-বিবিডি বাগ ২টি লোকাল চলবে।
শিয়ালদা-গেদে ২৪টি । শিয়ালদা-রানাঘাট ১৩টি । রানাঘাট-বনগাঁ ১৭টি
শিয়ালদা-কল্যাণী সীমান্ত ১৪টি । শিয়ালদা-ব্যারাকপুর ১৮টি ।শিয়ালদা-ডানকুনি-বারুইপাড়া ৩২টি
শিয়ালদা-হাসনাবাদ চলবে ২৬টি । শিয়ালদা-দত্তপুকুর ৮টি ।শিয়ালদা-শান্তিপুর ১৪টি
যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। বুধবার থেকে শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল চলবে ২২টি । শিয়ালদা-নৈহাটি লোকাল ২৪টি। শিয়ালদা-রানাঘাট-লালগোলা থাকছে ১০টি
শিয়ালদা ডিভিশনে যে ৪১৩টি ট্রেনের কথা বলা হয়েছে, তার মধ্যে উত্তর ও মেইন শাখাতেই চলবে ২৭০টি ট্রেন।
প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে।
রেল সূত্রে দাবি, বুধবার থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে।
কলকাতা: আগামী বুধবার থেকে রাজ্যে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। প্রথম পর্যায়ে তিনটি ডিভিশন মিলিয়ে দিনে ৬৯৬টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। একনজরে দেখে নেওয়া যাক, কোন ডিভিশনে কতগুলো করে লোকাল ট্রেন চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -