Comedians of Bollywood: আজও চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল বলিউডের এই কমেডিয়ানরা
বলিউডের আরও এক জনপ্রিয় কমেডিয়ান ভগবান দাদা। তাঁর আসল নাম ভগবান আভাজি পলব। তিনি প্রথম জীবনে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু তারই মধ্যে ছবিতে অভিনয়ের স্বপ্ন দেখতেন। সুযোগ আসতেই তিনি নিজের জাত চিনিয়ে দেন। নিজস্ব ভঙ্গিতে নাচের জন্য তিনি বিশেষ জনপ্রিয় ছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকমেডিয়ান হিসেবে জনপ্রিয় ছিলেন মুকরিও। তাঁর চেহারাই এমন ছিল, তিনি পর্দায় আসামাত্রই দর্শকরা হাসিতে ফেটে পড়তেন। তাঁর আসল নাম মহম্মদ উমর মুকরি। তিনি প্রায় ৬০০ ছবিতে অভিনয় করেন। যে কোনও ছবিতে যত স্বল্প সময়ের জন্যই তিনি অভিনয় করুন না কেন, আলাদা করেন নজর কেড়ে নিতেন। ২০০০ সালে তিনি প্রয়াত হন।
জগদীপও কমেডিয়ান হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। ‘শোলে’ ছবিতে সুরমা ভোপালির চরিত্রে তিনি যে অসাধারণ অভিনয় করেছিলেন, তা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে রয়েছে। আরও অনেক ছবিতেই অভিনয় করে দর্শকদের মাতিয়ে দেন তিনি।
বলিউডের আরও এক জনপ্রিয় কমেডিয়ান মেহমুদ। অনবদ্য কমিক টাইমিং, এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারির জন্য তিনি বিখ্যাত ছিলেন। যে কোনও নায়কের মতোই জনপ্রিয় ছিলেন তিনি। প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেন তিনি। ১৯ বার সেরা কমেডিয়ানের পুরস্কার পান তিনি।
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ান জনি ওয়াকার। তাঁর আসল নাম বদরুদ্দিন জামালউদ্দিন কাজি। তবে বলিউডে পা রাখার আগে তিনি নাম বদলে রাখেন জনি ওয়াকার। তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি। একসময় বাস কন্ডাক্টর হিসেবেও কাজ করতে হয় তাঁকে। কিন্তু নিজের অভিনয়ের গুণে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন।
বাংলা ছবির মতোই বলিউডেও কমেডিয়ানদের আলাদা কদর রয়েছে। ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসে অনেক কমেডিয়ানই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আজ প্রয়াত। তবে তাঁদের অসাধারণ অভিনয়ের কথা আজও দর্শকদের মনে গেঁথে আছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -