ছোটবেলায় গ্রামের বাড়িতে চকলেট বোম ফাটাতেন, এই বছর মোমবাতিতেই দীপাবলি মধুমিতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2020 03:53 PM (IST)
1
বাড়িতে মোমবাতি জ্বালিয়ে, পুজো দিয়েই এবারের দীপাবলি কাটাবেন নায়িকা। সব ছবির সৌজন্য- মধুমিতা সরকার।
2
করোনা পরিস্থিতিতে হাইকোর্টের রায় মেনে কোনওরকম বাজিই এবারে ফাটাবেন না বলে জানান তিনি।
3
পরে অবশ্য শব্দবাজি না ফাটিয়ে পরিবেশ বান্ধব বাজি ফাটানোতেই গুরুত্ব দিতেন মধুমিতা।
4
বাজি পোড়াতে তাঁর দারুণ উৎসাহ, ছোটবেলায় গ্রামের বাড়িতে ফাঁকা মাঠে গিয়ে চকলেট বোমও ফাটাতেন, একগাল হেসে জানালেন মধুমিতা।
5
উৎসবের আনন্দের গা ভাসানোর পাশাপাশি বই পড়ে, সিনেমা দেখেই সময়যাপনের পরিকল্পনা।
6
ঘরোয়া মেজাজে আলোর উৎসবে মেতে উঠলেন মধুমিতা সরকার।