বৃষ্টির জমা জলে প্লাবিত মালদার একাংশ, দুর্ভোগ চরমে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বাসিন্দাদের

চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার মহানন্দার জলস্তর বৃদ্ধি। প্লাবিত পুরাতন মালদার তিনটি ওয়ার্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পাশাপাশি, বৃষ্টির জমা জলে দুর্ভোগে ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

ইংরেজবাজারের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই জল জমার সমস্যা ভোগ করছেন প্রায় ৩-৪ বছর ধরে। গত চারমাস ধরে এই ওয়ার্ডের শতাধিক পরিবার জলবন্দি।
পুরসভাকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। আজ জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্যদিকে, মহানন্দার জল বাড়ায় পুজোর মুখে ফের প্লাবিত পুরাতন মালদা পুরসভার ৮, ৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
বাড়িতে জল ঢুকে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। দুর্গতদের থাকার ব্যবস্থা ও ত্রাণ বিলির আশ্বাস পুরসভার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -