বিয়ের পর সৃজিত-মিথিলার প্রথম পুজো! দম্পতিকে বিশেষ উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী
একদম নতুন বউয়ের মতোই শাড়ি উপহার পেয়েছেন মিথিলা। নীল শাড়ি, সঙ্গে সবুজ-গোলাপির চাওড়া পাড়। সৃজিতের জন্য লাল রঙের পঞ্জাবি পাঠিয়েছেন মমতা। নীল-লালের বৈপরীত্য যে এই জুটির ভালোবাসায় আরও খানিকটা মিলনের রং লাগাবে তা বলাই বাহুল্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্যমন্ত্রীর উপহারের ছবি ট্যুইট করেছেন সৃজিত ঘরণী। সঙ্গে ধন্যবাদও জানিয়েছেন দিদি কে। প্রথম পূজোয় এই আন্তরিক উপহারে মুগ্ধ মিথিলা।
করোনার ভ্রুকূটি থাকলেও শুরু দেবীপক্ষ। করোনা সতর্কতা মেনেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। তার মধ্যেই উপহার পাঠালেন টলিপাড়ার নবদম্পতিকে।
বিমান চালু হতেই দীর্ঘ বিরহ কাটিয়ে সৃজিতের কাছে ফেরেন মিথিলা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুখী গৃহকোণের ছবি।
সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলিপাড়ার অন্যতম পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা। নবদম্পতির জন্য উপহার পাঠালেন মমতা বন্দোপাধ্যায়।
মিথিলার সঙ্গে কলকাতাতেই রয়েছে মেয়ে আইরাও। সদ্যই শ্যুটিংয়ের কাছে মুম্বই পাড়ি দিয়ছিলেন সৃজিত, তবে আপাতত ফিরে এসেছেন কলকাতায়।
লকডাউনে দীর্ঘদিন বাংলাদেশে থাকতে হয়েছিল তাঁকে। সৃজিত ছিলেন কলকাতায়।
এই প্রথমবার ভারতে পুজো কাটাবেন মিথিলা। লকডাউন উঠতেই মেয়েকে নিয়ে কলকাতা ফিরে এসেছেন তিনি।
পুজোর তেমনই প্ল্যান রয়েছে সৃজিত-মিথিলারও। বিয়ের পর প্রথম পুজো এই জুটির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -