✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Manami Ghosh Interview: ‘দেব ডান্সিং স্টার, তবে মিঠুনদার আমলে উনিই সেরা’, সৌমিত্রের পাশে বসে ‘বেলাশুরু’ দেখার ইচ্ছা ছিল বিচারক মনামীর

তোর্ষা ভট্টাচার্য্য   |  07 Dec 2020 09:40 PM (IST)
1

অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই ছোটপর্দা কাঁপাকে তৈরি বড় জুটি। ২ তারকার মাঝে ফুলের কুঁড়ির মত ঝলমলিয়ে উঠবেন মনামী। আর নাচের তালে মঞ্চ কাঁপাবে খুদেরা।

2

অভিনয় থেকে নাচ, মনামির নিজস্ব ইউটিউব চ্যানেল জনপ্রিয়তা কুড়িয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যাও নেহাৎ কম নয়। নতুন ভূমিকায় মনামীকে নিয়ে কতটা উচ্চসিত অনুরাগীরা? হাসতে হাসতে নায়িকার উত্তর, 'সবাই জানে আমি নাচটা ভালোবাসি। তাই বিচারকের ভূমিকায় আমায় দেখতে দর্শকরাও উৎসুক'।

3

'বেলাশুরু' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মনামী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়া মনামীর কাছে ধাক্কা। বললেন, ' ছবিটা একসঙ্গে করলাম, কিন্তু সৌমিত্রজ্য়েঠুর সঙ্গে বসে দেখতে পারলাম না। রুপোলি পর্দায় আমার চরিত্রটা ছিল সৌমিত্রজ্যেঠুর সবচেয়ে কাছের। ওনার পাশে বসেই তো বেলাশুরু দেখার কথা ছিল। আমার মনে হয়, দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরোবেন, কারও চোখ শুকনো থাকবে না।'

4

মনামীর পাশেই বিচারকের আসন যাঁর, তাঁকে কিংবদন্তী বলাই চলে। মিঠুন চক্রবর্তী। তাঁকে একবাক্যে সেরা বলে মেনে নিলেন নায়িকাও। বললেন, 'আমরা নাচকে যতগুলো যুগে ভাগ করি তার মধ্যে মিঠুনদা নিজেই একটা যুগ। মিঠুনদার এরায় মিঠুনদাই সেরা। ওনার সঙ্গে আগে আলাপ ছিল। কিন্তু আগে কখনও একসঙ্গে কাজ করিনি। উনি খুব মজার মানুষ। প্রোমো শ্যুটেও ফ্লোরে প্রচণ্ড মজা হয়েছে।' আর দেব? তাঁকেও কম নম্বর দিতে নারাজ নায়িকা। বললেন, 'দেব বাংলার ডান্সিং সুপারস্টার। এই যে প্যানেলটা তৈরি হয়েছে সেখানে সবাই নাচটাকে ভালোবাসে। আর দেবকে তো বাচ্চারা খুব ভালোবাসে।'

5

মনামী বলছেন, '৩ বছর বয়স থেকে আমি নাচের সঙ্গে যুক্ত। এর আগে বাংলায় যত সেলিব্রিটি ডান্স রিয়েলিটি শো হয়েছে সেখানে আমি ছিলাম। ব্যাকস্টেজের গল্প, রিহার্সালের পরিশ্রমটা জানি। তাই ছোটরা যখন স্টেজে পারফর্ম করবে আমি খুব বেশি অনুভব করতে পারব ওদের। শ্যুটিং শুরু হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

6

প্রথম সারির একটি চ্যানেলের ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-র বিচারক হিসাবে থাকছেন মনামী। ইতিমধ্যেই শ্যুট হয়ে গিয়েছে প্রোমোও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শোরগোল। মনামীর সুখবরে খুশি অনুরাগীরা। আর অভিনেত্রী নিজে কী বলছেন? মোবাইল ফোনে তাঁর গল্প শুনল এবিপি আনন্দ।

7

হলুদ পোশাকে তিনি যেন এক টুকরো ঝলমলে রোদ। মুখের হাসিতে যৌবনের ছটা। তিনি মনামী ঘোষ। ছোটপর্দায় ফের ফিরতে চলেছেন নায়িকা। তবে এবার অভিনয় নয়, তিনি ফিরতে চলেছেন বিচারক হিসাবে। কেবল কি তাই, সেইসঙ্গে থাকছেন মিঠুন চক্রবর্তী ও দেবও!

  • হোম
  • ফটো গ্যালারি
  • বিনোদন
  • Manami Ghosh Interview: ‘দেব ডান্সিং স্টার, তবে মিঠুনদার আমলে উনিই সেরা’, সৌমিত্রের পাশে বসে ‘বেলাশুরু’ দেখার ইচ্ছা ছিল বিচারক মনামীর
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.