Mimi Chakraborty At Duare Sarkar: 'বয়স হলে একটি সাহায্যের হাত আমাদেরও প্রয়োজন হবে', 'দুয়ারে সরকার'-এ অশীতিপর বৃদ্ধাকে আগলে ধরলেন মিমি
'নিজের মতো করে ভালোবাসা ছড়িয়ে দিন' সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন সাংসদ।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে মিমি লেখেন, 'আমরা বলে থাকি বয়স কেবল একটি সংখ্যা মাত্র, কিন্তু সেটি আসলে নয়। একদিন আমরাও বয়স্ক হব এবং একটি সাহায্যের হাতের আমাদেরও প্রয়োজন হবে, আপনার সাথে অন্যরা কীভাবে আচরণ করবে সেটা আপনার আচরণই বলে দেবে। '
তারকা ইমেজ থেকে এক্কেবারে বেরিয়ে বৃদ্ধার হাত ধরে শোনেন তাঁর সমস্যার কথা। তারপর তাঁকে আগলে ধরে এগিয়ে দেনও।
পাটুলির মেলার মাঠে তিনি প্রতিটি মানুষের কথা শোনেন। জানতে চান, সব সরকারি প্রকল্পের সুবিধে তাঁরা ঠিকঠাক পাচ্ছেন কিনা।
১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। সেখানে নেতা নেত্রীরা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের এক্কেবারে হাতের নাগালে। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে হয়েছে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি, এই ক্যাম্পগুলি থেকে ১১টি প্রকল্পে চটজলদি সমাধান মিলবে। সেই কর্মসূচিতেই যোগ দেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী।