দীপাবলিতে এবার শব্দবাজি নয়, সকলে মিলে লড়াই করলেই হার মানবে করোনা, আবেদন মিমি চক্রবর্তীর
নায়িকা, সাংসদ পরিচয় কিছুক্ষণের জন্য তুলে রেখে যখন শুধুই ঘরের মেয়ের উৎসব পালন। সব ছবির সৌজন্য- মিমি চক্রবর্তী।
উৎসবের সুরে মিশুক হাসি-আনন্দ। মিমি বলছেন, 'সকলকে বলব, এ বছর বিশেষ সতর্কতা নিন। শব্দবাজি ফাটাবেন না। দূষণ ছড়াবেন না। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা।'
ভক্তদের উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন মিমি। সেখানে তিনি বলেছেন, 'কোভিড ১৯-এর আবহে হাইকোর্ট ও রাজ্য সরকারের নির্দেশে শব্দবাজি ও আতসবাজি পোড়ানো এ বছর নিষিদ্ধ। করোনা আবহে পরিবেশ যত দূষণমুক্ত রাখতে পারব, তত আমাদেরই ভাল। পরিবারের বয়স্করা এমনিতেই বাজির শব্দে ও বিষ ধোঁয়ায় কষ্ট পান। পশুপাখিদেরও সমস্যা হয়। আমার বিশ্বাস সকলে মিলে নিয়মবিধি মেনে চললে কোভিড ১৯-কে হারিয়ে দেব।'
আলোর দীপ্তিতে ধুয়ে, মুছে যাক যাবতীয় গ্লানি-দুঃখ, বার্তা অভিনেত্রী-সাংসদের।
আলোর উৎসবে সামিল হলেন মিমি চক্রবর্তী। উৎসবের আনন্দের সঙ্গে সঙ্গী হোক সতর্কতা। মাস্ক পরে সেই বার্তা দিলেন।