বিজয়ার পর 'চা কাকু'-কে অফিসে ডেকে আপ্যায়ন মিমির
রুপোলি পর্দায় সাড়া ফেলেছে নতুন ছবি 'ড্রাকুলা স্যার'। পর্দার নায়িকা আজ কাজে ফিরলেন। তবে শ্যুটিং-এ নয়, জনপ্রতিনিধির দায়িত্ব সামলাতে।
বিজয়ার পর আজ নিজের অফিসে ভবিষ্যৎ প্রকল্প ও পরিকল্পনা নিয়ে আলোচনায় বসলেন সাংসদ মিমি চক্রবর্তী। দেখা করলেন দলীয় কর্মীদের সঙ্গে। শুনলেন অভাব অভিযোগও।
মিমির আলোচনা সভায় এদিন উপস্থিত ছিলেন 'চা কাকু' মৃদুল দেবও।
আজ দল সংক্রান্ত বিভিন্ন কাজকর্মও সারেন মিমি।
লকডাউনের সময় ভিডিও কলে মৃদুলবাবুর সঙ্গে কথা বলেন মিমি। আজ অফিসে আলোচনায় তাঁকে ডেকে পাঠানো হয়। মিমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খুশি মৃদুলবাবু ও। রাখিতেও মিমির তরফে উপহার পাঠানো হয়েছিল তাঁকে।
লকডাউনের সময় ভাইরাল ভিডিও দেখে অনেকেরই রোষের মুখে পড়েছিলেন মৃদুলবাবু। দরিদ্র সেই রাজমিস্ত্রীর পাশে দাঁড়াও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর পরিবারের দায়িত্ব নেন তিনি। নেন তাঁর ছেলের পড়াশোনার দায়িত্বও।