লন্ডনে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা নুসরতের, লিখলেন, 'জব উই মেট'
ছবির ক্যাপশানে লেখা, 'আস'।আর তারপর একটি হার্ড সাইন। বিদেশের মাটিতে চাঙ্গা টলি বন্ধুত্বের জুটি। লন্ডনে দেখা হল মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের।
নুসরত নিজের ও মিমির ছবি শেয়ার করে নুসরত লেখেন- 'জব উই মেট'
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লন্ডনে সময় কাটানোর একাধিক ছবি দিয়েছেন নুসরত। বেশিরভাগ ছবিতেই ক্যামেরার পিছনে রয়েছেন রুদ্রনীল ঘোষ।
একটি সাক্ষাৎকারে মিমি জানিয়ছিলেন, বাইরে গিয়ে তিনিই নুসরতের জন্য সমস্ত পরিকল্পনা করেন।
অন্যদিকে বাজি ছবির কাজ নিয়ে সম্প্রতি লন্ডনে পৌঁছেছেন মিমি।
বিদেশের মাটিতে পৌঁছে সেখানকার আবহাওয়ার কথাও জানিয়েছিলেন মিমি।
'স্বস্তিক সংকেত' ছবির শ্যুটিং-এর জন্য কিছুদিন আগেই লন্ডনে পৌঁছেছিলেন নুসরত।
কাকতালীয়ভাবে একই সময়ে লন্ডনে গিয়েছেন মিমি ও নুসরত। ২ জনেই ব্যস্ত আলাদা ২টি ছবির কাজে। তাই বলে কি ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটানো হবে না? দুই বন্ধুই দেখা করার পরিকল্পনা করে রেখেছিলেন আগে থেকেই।