ছিন্ন-ভিন্ন পোশাক, মুখ-হাত পুড়ে দগদগে! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন মিমি
ছবিটি আসলে মিমির ছবি SOS কলকাতার। ভোর ৪টের সময় মেক আপ চলাকালীন ছবিটি তুলেছিলেন সাংসদ-অভিনেত্রী। সেই ছবিটিই তিনি শেয়ার করলেন হ্যালোউইন ডে আবহে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহ্যালোউইন ডে-র আবহে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে নানা রকম পোস্টে। এই ট্রেন্ড থেকে কীভাবেই বা বাদ থাকেন? মিমিও শেয়ার করে ফেলেছেন এই ছবিটি।
দুর্গা পুজোর সময় ও পরে প্রায় নিয়ম করে নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছিলেন মিমি। সব ছবি - মিমির ইনস্টাগ্রাম
অভিনেতা অঙ্কুশ আবার লিখেছেন, মেক আপ তুললে কেন!
সম্প্রতি মিমি একটি ভিডিও-ও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিমির চেহারা একেবারে ভয় পেয়ে যাওয়ার মতো! এক অনুরাগী তো আবার কমেন্ট করে বসলেন, আচ্ছা, আমরা তো রাতেও ইনস্টাগ্রাম চেক করি নাকি?
গায়ে দগদগে পোড়া দাগ। জামাকাপড় ছিন্নভিন্ন। মিমি চক্রবর্তীর এই ছবি নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -