ছিন্ন-ভিন্ন পোশাক, মুখ-হাত পুড়ে দগদগে! সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন মিমি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 02:57 PM (IST)
1
ছবিটি আসলে মিমির ছবি SOS কলকাতার। ভোর ৪টের সময় মেক আপ চলাকালীন ছবিটি তুলেছিলেন সাংসদ-অভিনেত্রী। সেই ছবিটিই তিনি শেয়ার করলেন হ্যালোউইন ডে আবহে।
2
হ্যালোউইন ডে-র আবহে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে নানা রকম পোস্টে। এই ট্রেন্ড থেকে কীভাবেই বা বাদ থাকেন? মিমিও শেয়ার করে ফেলেছেন এই ছবিটি।
3
দুর্গা পুজোর সময় ও পরে প্রায় নিয়ম করে নিজের সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছিলেন মিমি। সব ছবি - মিমির ইনস্টাগ্রাম
4
অভিনেতা অঙ্কুশ আবার লিখেছেন, মেক আপ তুললে কেন!
5
সম্প্রতি মিমি একটি ভিডিও-ও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিমির চেহারা একেবারে ভয় পেয়ে যাওয়ার মতো! এক অনুরাগী তো আবার কমেন্ট করে বসলেন, আচ্ছা, আমরা তো রাতেও ইনস্টাগ্রাম চেক করি নাকি?
6
গায়ে দগদগে পোড়া দাগ। জামাকাপড় ছিন্নভিন্ন। মিমি চক্রবর্তীর এই ছবি নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায়।