ছবি: 'মেয়ের বিয়ের টাকা-জিনিস সব ছাই হয়ে গেল', নারকেলডাঙার আগুনে সব হারিয়ে ডুকরে উঠলেন মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2020 07:13 AM (IST)
1
2
3
আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রাও।
4
5
চারিদিক ঢেকে যায় ধোঁয়ায়।
6
একের পর এক ঝুপড়ি আগুনের গ্রাসে চলে যায়।
7
দমকলের ৭টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
8
এখনও পর্যন্ত আগুনের কারণ পরিষ্কার নয়।
9
নারকেলডাঙার ছাগলপট্টিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ৫০টিরও বেশি ঝুপড়ি।
10
দমকলমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্তরা হাতজোড় করে আবেদন জানান পাশে থাকার। সুজিত বসু জানিয়েছেন, জিনিসপত্র ভস্মীভূত হলেও কারও প্রাণহানি হয়নি।
11
এলাকায় এসে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।