কখনও অনুষ্কা, কখনও প্রিয়ঙ্কা, বিয়ের পোশাকে বলি নায়িকাদের অনুকরণ করেছেন নেহা কক্কর!
যদিও কিছুটা নতুনত্ব ছিল রোহনপ্রীতের পোশাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহার সাজ সোশ্যাল মিডিয়ায় বারে বারেই মনে করিয়ে দিয়েছে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সেই স্বপ্নের বিয়ের আসরের কথা।
নেহার বিয়ের হালকা পিচ রঙের লেহঙ্গাটিকে অনেকেই বলেছেন, সেটি অনুষ্কা শর্মার বিয়ের লেহঙ্গার অনুকরণ। অনুষ্কার সেই লেহঙ্গাও ছিল সব্যসাচী চক্রবর্তীর ডিজাইন করা।
কেবল বিয়ের লাল লেহঙ্গা নয়, বিতর্ক হয়েছে নেহার পিচ রঙের লেহঙ্গাটি নিয়েও।
নেটিজেনরা বলেছেন, নেহা কক্করের তো নিজস্বতা রয়েছে। তবে কেন তিনি বলি তারকাদের অনুকরণ করার চেষ্টা করলেন!
প্রিয়ঙ্কার মতই ভারী মাঙটিকা ও গয়না পরেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।
নেহার বিয়ের লাল লেহঙ্গা ছিল অবিকল প্রিয়ঙ্কা চোপড়ার ডি-ডের লেহঙ্গার আদলে। প্রিয়ঙ্কার এই অপূর্ব লাল লেহঙ্গাটি বানিয়েছিলেন ডিজাইনার সব্যসাচী চক্রবর্তী। ডিজাইনার আলাদা হলেও নেহার এদিনের সাজে ছিল প্রিয়ঙ্কার সাজের ছোঁয়া।
নেহার পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার ফাল্গুনি শ্যেন পিকক। তাঁরই ক্রিয়েশানের পোশাক পরেছিলেন নেহা। কিন্তু নেহার বিয়ের পোশাককে বারে বারে তুলনা করা হয়েছে বলি নায়িকাদের সঙ্গে।
গত শনিবারই পাঞ্জাবি মতে আনন্দ কর্জ অনুষ্ঠান হল নেহার। কখনও হলুদ শাড়ি, কখনও পিচ রঙের লেহঙ্গায় সেজে উঠলেন তিনি। করোনা পরিস্থিতির মাঝে গুরুদ্বারে সেরে ফেললেন বিয়ে।
সদ্য বিয়ে সেরেছেন প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে। লাল লেহঙ্গায় বিয়ের নতুন একগুচ্ছ ছবি শেয়ার করলেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর। কোনও ছবিতে চলতে বিয়ের রীতি, আবার কোনোটায় রোহনপ্রীতের সঙ্গে হাসিতে ফেটে পড়ছেন নেহা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -