জন্মদিনের পেরোতে না পেরোতেই রাস্তায় পড়ে নেতাজির ছবি-পতাকা, মাড়িয়ে গেলেন পথচারীরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jan 2021 12:40 AM (IST)
1
ছবি ও তথ্য - সমীরণ পাল
2
অবশেষে নেতাজীর ছবি সহ একটি বাম রাজনৈতিক দলের দলীয় পতাকা তুলে দিলেন এক পথচলতি মানুষ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হল রাজনৈতিক গুঞ্জন।
3
বারাসাতের কলোনীমোড়ে পথের ধুলোয়া পড়ে থাকতে দেখা যায় নেতাজির ছবি ও পতাকা। পা দিয়ে মাড়িয়ে চলে যেতেও দেখা যায় সাধারণ মানুষকে।
4
২৩ জানুয়ারি মহা সমারোহে বঙ্গে পালিত হল নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী। কিন্তু ঠিক তার পরের দিনই অন্য ছবি দেখল উত্তর ২৪ পরগনা।