লিসবনে রোনাল্ডো-বিপাশার চুম্বন! নতুন করে ভাইরাল ১৩ বছরের পুরনো ছবি
২০১৬ সালে দুজনে বাঁধা পড়েন সাতপাকে। তারপরে অবশ্য বিপাশার সঙ্গে অন্য কোনও পুরুষের নাম জড়ায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরে অবশ্য জনের সঙ্গে সম্পর্ক ভেঙে কর্ণ সিংহ গ্রোভারের প্রেমে পড়েন বিপাশা।
সেই সময় সম্পর্কে ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। রোনাল্ডোর সঙ্গে এই ঘনিষ্ঠতার জেরে নাকি টানাপোড়েন হয়েছিল তাঁদের সম্পর্কেও!
তবে সেই সময় সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার ঘটনা তেমন একটা ঘটত না। সোশ্যাল মিডিয়া তখনও এত প্রচলিত নয়। তাই এই ছবি নতুন জেনারেশনের ইন্টারনেট ইউজারদের কাছে নতুন লাগা অস্বাভাবিক নয়।
অনুষ্ঠানের পর পার্টিতে বিপাশা ও রোনাল্ডোকে চুম্বনরত অবস্থায় দেখা যায়, যা মুহূর্তে ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে।
ঘটনাটি পর্তুগালের লিসবনে ২০০৭ সালে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের তালিকা ঘোষণার মঞ্চে। সেখানেই রোনাল্ডোর সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন বিপাশা। তখনই তাঁদের আলাপ।
মনে পড়ে এই মুহূর্তটা? এক যুগ পেরিয়ে গেলেও , রোনাল্ডো বিপাশার এই চুম্বনের ছবি ফের একবার চর্চার কেন্দ্রে। নেটিজেনদের অনেকেই নতুন করে দেখছেন এই ছবিগুলো। তাঁদেরই কেউ কেউ ছবিগুলি দেখে প্রশ্ন তুলেছেন, রোনাল্ডো-বিপাশার মধ্যে কি কিছু ছিল?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -