Independence Day 2024: স্বাধীনতা আন্দোলনের সাক্ষী থাকা দিল্লির এই সাতটি স্থানে অবশ্যই ঘুরে আসুন
আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে আজকের দিনেই দুশো বছরের ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন হয়েছিল ভারত। দিল্লির সাতটি দর্শনীয় স্থান, যা স্বাধীনতা আন্দোলনের অন্যতম সাক্ষী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লির শাহজাহানাবাদ। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় এই এলাকার অবদান ছিল অনস্বীকার্য। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের পীঠস্থান ছিল এই শাহজাহানাবাদ।
রাজঘাট। এখানেই ১৯৪৮ সালে মহাত্মা গাঁধীকে তাঁর মৃত্যুর পর দাহ করা হয়। প্রতিদিন সকাল ৬ থেকে সন্ধে ৭ পর্যন্ত খোলা থাকে রাজঘাট।
দিল্লির লালকেল্লা হল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। ১৮৫৭ সাল পর্যন্ত এটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী।
দিল্লির আরও একটি স্মরণীয় স্থান ইন্ডিয়া গেট। প্রথম বিশ্বযুদ্ধে স্বাধীনতা আন্দোলনে মারা যাওয়া ভারতীয় সেনা সৈন্যদের জন্য উৎসর্গীকৃত এক স্মৃতি সৌধ বলা যেতে পারে।
বিড়লা হাউস বা বিড়লা ভবন। গাঁধীজির স্মৃতিতে উৎসর্গ করা দিল্লিতে অবস্থিত একটি জাদুঘর। এখানেই মহাত্মা গান্ধী তার জীবনের শেষ ১৪৪ দিন অতিবাহিত করেন।
দিল্লির যন্তর মন্তরে একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। ব্রিটিশ শাসনের সময় প্রতিবাদের ঝড় উঠেছিল এখান থেকেও।
দিল্লির ন্যাশনাল মিউজিয়াম। স্বাধীনতা আন্দোলনের সময়ের বিভিন্ন নথি ও বিষয়বস্তুর সংগ্রহশালা। ১৯৪৫ সালে এই মিউজিয়ামের ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল। অবশেষে ১৯৪৯ সালে এটি নির্মিত হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -