Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Skin Care Tips: হাঁটু ও কনুইয়ে কালো দাগ, আড়ষ্ট থাকেন সারাক্ষণ? ঘরোয়া টোটকাতেই হতে পারে সুরাহা
গায়ের রং যেমনই হোক না কেন, কিছু মানুষের হাঁটু এবং কনুই কালো হয়ে যায়। সেই নিয়ে আড়ষ্ট বোধ করেন তাঁরা। ফুলস্লিভ জামা পরেন বেছে বেছে। জামার ঝুল সর্বদা হাঁটুর নীচেই থাকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু হাঁটু এবং কনুই কেন কালো হয়ে যায় জানেন? হাঁটু এবং কনুইয়ের উপরের চামড়া সাধারণত পাতলা হয়, ফলে দ্রুত ক্ষতিও হয়। অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করলে হাইপার পিগমেনটেশন থেকে হাঁটু এবং কনুইয়ের চামড়া কালো হয়ে যায়। শরীরে অতিরিক্ত মেলানিন উৎপপন্ন হলে, ডেড সেল জমেও এমন সমস্যা হয়।
খুব টাইট জামা-কাপড় পরলে, টেবিলের কনুইয়ে ভর দিলে, হাঁটুর উপর ভর দিয়ে বসলেও চামড়া কালো হয়ে যায়। তবে সেই নিয়ে হীনম্মন্যতায় না ভুগে হাতের কাছে থাকা কিছু টোটকা প্রয়োগ করতে পারেন, তাতে সুরাহা হতে পারে।
লেবুতে ভিটামিন সি থাকে, যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট। খোসা সুদ্ধ লেবু নিয়ে চামড়ার উপর ঘষুন। ১০ মিনিট রেখে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে নিন। নিয়মিত অভ্যাসে ফল পাবেন।
আলুতে ব্লিচিং উপাদান থাকে। কালো দাগ হালকা হয়। আলু থেঁতো করে অথবা পাতলা করে কেটে লাগিয়ে রাখতে পারেন। লেবুর রস মিশিয়ে লাগালেও চলবে। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।
হাইপার পিগমেনটেশনের উপর অ্যালোভেরা কার্যকর। অ্যালোভেরা জেল নিয়ে ভাল করে লাগিয়ে নিন ত্বকের উপর। শুকিয়ে না যাওয়া পর্যন্ত রাখুন। ফল মিলবে।
অলিভ অয়েল এবং চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এর পর হাঁটু এবং কনুইয়ের উপর ঘষুন। ডেড সেল উঠে যাবে, নরম হবে ত্বক। চাইলে লেবুর রস বা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। শুকিয়ে এলে ধুয়ে নিন ভাল করে।
বেকিং সোডা, দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। কিছু ক্ষণ লাগিয়ে রেখে ঈষৎ উষ্ণ জলে ধুয়ে নিন। ল্যাকটিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করে এবং নরম করে।
গ্রিন টি পানের অভ্যাস থাকলে এক ঢিলে দুই পাখি মারতে পারেন। গ্রিন টি বানিয়ে কটন বলে লাগিয়ে হাঁটু এবং কনুইয়ে লাগিয়ে লাগান। রোজ অভ্যাস করলে ফল পাবেন।
হলুদ, মধু এবং দুধের মিশ্রণ তৈরি করুন। ১৫ থেকে ২০ মিনিট লাগিয়ে রাখতে পারেন। ঠান্ডা জলে ধুয়ে নিলেই চলবে। ওটমিল এবং দইয়ের পেস্ট বানিয়েও লাগাতে পারেন। ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -