7th Pay Commission: ৩৪,০৬০ টাকা বেতন বাড়বে নতুন বছরে ! জানুন কীভাবে ?
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি (Central Government Employee)কর্মচারীদের জন্য সুখবর ! নতুন বছরে লক্ষ-লক্ষ কর্মচারীর বেতন বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট বলছে, আপনার বেতন বাড়তে পারে ৩৪,০৬০ টাকা। এ ছাড়াও নতুন বছরে সরকার আপনার ১৮ মাসের বকেয়া ডিএ (Dearness allowance-DA)অ্যাকাউন্টে দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে আপনার বেতনের মূল বেতন ও ডিএ বাড়াতে পারে। যার পরে আপনার বেতন ৩৪,০৬০ টাকা বাড়তে পারে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সরকার ২০২২ সালে প্রায় ২ থেকে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াতে পারে।
কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে আপনার বেতন বাড়বে। সরকার সর্বশেষ ২০১৬ সালে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়েছিল। তার পরে কর্মচারীদের ন্যূনতম বেতন টাকা ৬০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা করা হয়েছিল।
মিডিয়া রিপোর্ট বলছে, সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ালে আপনার মূল বেতন ২৬,০০০ টাকা হয়ে যাবে। এরপরে আপনি ৩১ শতাংশ হারে ডিএ পাবেন। এতে আপনি প্রতি মাসে প্রায় ৮০৬০ টাকা হারে ডিএ পাবেন। সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্টে মূল ন্যূনতম বেতন হবে ৩৪০৬০ টাকা।
যদি মহার্ঘ ভাতা ৩১ থেকে ৩৪ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে সেই অনুযায়ী আপনি ৮৮৪০ টাকা ডিএ পাবেন। সেই ক্ষেত্রে আপনার ন্যূনতম বেসিক পে হবে ৩৪,৮৪০ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -