Aadhaar Card update: আধারে নাম-জন্ম তারিখ আপডেট করছেন ? তাহলে জেনে নিন এই তথ্য
Aadhaar Card update: আধার কার্ড আর কেবল ভোট দেওয়ার প্রামাণ্য নথি নয়। আমাদের সকলের জন্য বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বাড়িতে গ্যাসের সংযোগ থেকে ব্যাঙ্কের কাজে সব জায়গায় আধার প্রয়োজন। আজকাল আধার নম্বর ছাড়া আপনার সব কাজ আটকে যেতে পারে। তাই আপনার আধার কার্ডে জন্ম তারিখ ঠিক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনার আধার কার্ডে সঠিক জন্ম তারিখ না থাকলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই অবিলম্বে আপনার আধার আপডেট করুন।
এখন আপনি সহজেই এই কাজটি করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না। ঘরে বসেই করা যাবে এই কাজ।
বর্তমানে UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে আপনার আধারে DOB জন্মের তারিখ পরিবর্তন করতে পারেন। তবে আপনি কতবার আপনার নাম, DOB ও জেন্ডার পরিবর্তন করতে পারবেন তার কিছু নিয়ম আছে।
আধার কার্ডে আপনি কেবল ২ বার আপনার নাম পরিবর্তন করতে পারবেন। তবে কেবল একবার পরিবর্তন করা যাবে আপনার জন্মে তারিখ। জেন্ডার পরিবর্তনের ক্ষেত্রেও একবারের বেশি সুযোগ পাবেন না। এর বাইরে আপনি ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর যতবার খুশি পরিবর্তন করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -