100 crore vaccination: দেশে ১০০ কোটি টিকাকরণ, জাতীয় পতাকার রঙে সেজে উঠল মোদেরার সূর্য মন্দির
সাজিয়ে তোলা হয়েছে মন মহলকেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় পতাকার রঙে সেজে উঠেছে সারনাথের ধমেশ স্তূপ।
সেজে উঠেছে শ্রীনগরের আখনুর ফোর্ট।
নুরপুর ফোর্টকেও সাজানো হয়েছে।
জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে দিউ ফোর্ট।
শ্রীনগরের অবন্তীস্বামী মন্দিরটিকেও সাজানো হয়েছে।
অষ্টদিয়া গেটটিকেও সাজানো হয়েছে।
শ্রীনগরের রামনগরের অ্যানসিয়েন্ট প্যালেসটিকেও সাজানো হয়েছে জাতীয় পতাকার রঙে।
মোদেরার সূর্য মন্দিরটিকেও সাজানো হয়েছে।
জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে দমন ফোর্ট।
সেজে উঠেছে বারাণসীর চৌখণ্ডী স্তূপ।
তেরঙ্গায় সেজেছে লাল খান গম্বুজ।
ত্রিপলি গেট সাজানো হয়েছে তেরঙ্গায়।
সাজানো হয়েছে এই শৌধটিও।
আদালজ গুজরাটকেও সাজানো হয়েছে।
শ্রীনগরের পরীমহলটিকেও সাজানো হয়েছে।
জাতীয় পতাকার রঙে জানানো হয়েছে কাংরা ফোর্টকে।
তেরঙ্গায় সেজেছে বৃহদঈশ্বরা মন্দির।
সেজেছে কুন্নর ফোর্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -