Delhi Covid Surge: করোনার জের, দিল্লিতে জরুরি প্রয়োজন ছাড়া সব বেসরকারি অফিস বন্ধের নির্দেশ

দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

1/9
গতকাল দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯,১৬৬। করোনা পরীক্ষা অনেকটা কমে যাওয়ার ফলেই সরকারিভাবে আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
2/9
রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২,৭৫১। সেদিন মোট এক লক্ষ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখান সোমবার ৭৬ হাজার জনের করোনা পরীক্ষা করা হয়।
3/9
সোমবার দিল্লিতে যাঁদের করোনা পরীক্ষা করা হয়, তাঁদের প্রতি চারজনের মধ্যে একজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
4/9
রবিবারের মতোই সোমবারও দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়। বছরের প্রথম ১০ দিনে দেশের রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ জনের।
5/9
দিল্লি সরকার আজ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এখনও পর্যন্ত যে বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছিল, সেগুলির কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
6/9
দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদের পক্ষ থেকে এক নির্দেশিকায় শহরের সব রেস্তোরাঁ ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রেস্তোরাঁগুলি থেকে বাড়িতে খাবার নিয়ে যাওয়া যাবে। হোম ডেলিভারিও করা যাবে।
7/9
দিল্লির সরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে।
8/9
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে নতুন করে আর কেউ ওমিক্রন আক্রান্ত হননি। দিল্লিতে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩।
9/9
দিল্লিতে কড়াকড়ি সত্ত্বেও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে সরকার। সেই কারণেই আরও বিধিনিষেধ জারি করা হচ্ছে।
Sponsored Links by Taboola