26/11 Mumbai Terror Attack: বিভীষিকাময় মুম্বই জঙ্গি হানার ১৩ বছর পূর্তি, শহিদদের শ্রদ্ধার্ঘ্য
১৩ বছর আগের সেই অভিশপ্ত রাত। মুম্বই জঙ্গি হানা। সন্ত্রাসবাদীদের হামলায় কেঁপেছিল আরব সাগর তীরবর্তী শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসন্ত্রাসবাদীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। সেই হামলার ১৩ বছর পার। ১৩ বছর আগের সেই হামলায় শহিদদের স্মরণ করে এদিন শ্রদ্ধা জানানো হয় মুম্বইতে।
এই হামলায় নিহত হন ২৮ জন বিদেশ নাগরিক-সহ ১৬৪ জন। আহত হন ৩০৮ জন।
মুম্বই পুলিশের পক্ষ থেকে শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।
মহারাষ্ট্রের একাধিক মন্ত্রী সেই জঙ্গি হামলার নিন্দা করে শহিদদের সেলাম জানিয়ে শ্রদ্ধা জানান।
মহারাষ্ট্রের গভর্নর ভগত সিংহ কোশিয়ারি, উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল সন্ত্রাসী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
১৩ বছর আগে আরব সাগর পেরিয়ে মুম্বইয়ে ঢুকে সশস্ত্র জঙ্গিরা প্রথমে তাজ হোটেলে হামলা চালায়। তারপর একে একে সন্ত্রাসবাদীরা ছড়িয়ে পড়েছিল লিওপোল্ড কাফে, নরিম্যান হাইস, ছত্রপতি শিবাজী বাস টার্মিনাস, ট্রাইডেন্ট হোটেল, কামা হাসপাতালের মতো শহরের একাধিক জায়গায়।
২৬ নভেম্বর থেকে জঙ্গি হানা শুরু হয়েছিল। এরপর টানা ৪ দিন ধরে চলতে থাকে জঙ্গিদের বিভিন্ন জায়গায় কার্যকলাপ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও শহিদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
মুম্বইয়ে হামলার কথা উল্লেখ করে ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসাবাদী হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -