Aadhar Update: আধারে জন্মতারিখ ঠিকমতো আছে তো? না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন

এখন দেশের অন্যতম প্রয়োজনীয় সরকারি নথি হল আধার। যে কোনও জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার দেখাতে হয়। ব্যাঙ্ক সহ বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় আধার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আধার কার্ডে জন্মতারিখ আছে তো? না হলে কিন্তু সমস্যা হতে পারে। আধারে জন্মতারিখ থাকা জরুরি।

আধার কার্ডে জন্মতারিখে গোলমাল থাকলে সমস্যা হতে পারে। তাই ঠিকমতো জন্মতারিখ না থাকলে সংশোধন করে নিন।
এখন আধার আপডেট করা অনেক সহজ হয়ে গিয়েছে। ঘরে বসেই করা সম্ভব।
ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে জন্মতারিখ সংশোধন করা যায়।
তবে কিছু নিয়ম আছে। যখন ইচ্ছা বা যতবার ইচ্ছা নাম, জন্মতারিখ বদলানো যায় না।
শুধু দু’বারই নাম বদলানো যায়। জন্মতারিখ বদলানো যায় একবারই।
আধারে লিঙ্গ পরিবর্তনও একবারই করা যায়।
আধারে ঠিকানা, ছবি, মোবাইল নম্বর অবশ্য যতবার খুশি বদল করা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -