100 Crore Vaccinations Landmark: তেরঙ্গায় সাজল দৌলতাবাদ ফোর্ট থেকে সাঁচি সৌধ, করোনা ভ্যাকসিনের ১০০ কোটি টিকাকরণে দেশে সেলিব্রেশন
দৌলতাবাদ ফোর্ট সেজে উঠেছে তেরঙ্গায়। ১০০ ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে দেশে সম্প্রতি। তারই জন্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের কোভিড ভ্যাকসিনেশনের নতুন রেকর্ড গড়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গোটা দেশে ১০০ টি সৌধ সেজে উঠেছে তেরঙ্গায়।
ভারত কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশ্বে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তেরঙ্গায় যেভাবে সেজে উঠেছে তাতে অপূর্ব সুন্দর লাগছে সৌধ গুলোকে।
দেশের বিভিন্ন প্রান্তে এই দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার।
সাঁচি সৌধও সেজে উঠেছে তেরঙ্গায়।
ভোপালের রাইসেন ফোর্টও সেজে উঠেছে এই তেরঙ্গায়।
কিছুদিন আগেই দেশের স্বাস্থ্যমন্ত্রী কোভিড ভ্যাকসিনেশন যে ১০০ কোটি সম্পন্ন হতে চলেছে তার আভাস দিয়েছিলেন।
কোনারকের সূর্যমন্দিরও সাজানো হয়েছে তেরঙ্গায়।
দেশে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
জলন্ধরের নূর মহল সেজে উঠেছে তেরঙ্গায়।
গোয়ালিয়র ফোর্টও এই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছে।
হিসার ফোর্টও সাজিয়ে তোলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -