Ananya Panday: ছোট থেকে বন্ধুত্ব, একসঙ্গেই পার্টি করতেন আরিয়ান-অনন্যা; ক্রুজ মামলায় নয়া মোড়
আরিয়ান খান ড্রাগস মামলায় নতুন মোড়। বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের নাম জুড়েছে এই মামলায়। বৃহস্পতিবার সকাল সকাল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন এনসিবি অফিসাররা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। এনসিবি আধিকারিক বি বি সিংহর নেতৃত্বে অনন্যার বাড়িতে আসে টিম। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টোয় এনসিবি দফতরে ডাকা হয়েছিল তাঁকে। সেই মতো বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবি দফতরেও যান অনন্যা।
এক সংবাদমাধ্যম সূত্রের খবর, আরিয়ান এবং অনন্যা ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলেও পড়াশোনা করেছে তারা।
শুধু আরিয়ান নয়, অনন্যা শাহরুখ কন্যা সুহানা খানেরও ভাল বন্ধু। তিনজনকেই বহুবার একসঙ্গে পার্টি উদযাপন করতে দেখা গেছে।
অনন্যা পান্ডে এবং সুহানা খানের এই ছোটবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছোট থেকেই বাবার সঙ্গে শাহরুখের বাড়িতে এসেছেন অনন্যা। শাহরুখ অনন্যাকে তার নিজের মেয়ের মতোই দেখেন বলে জানিয়েছে ঘনিষ্ট সূত্র।
অনন্যা শাহরুখ খানের বাড়ি মন্নতের একাধিক পার্টিতেও অংশ নিয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -