Kmc Election 2021: চারু মার্কেটে কাঁচা বাদাম গানে গলা মিলিয়ে পুরভোটের জমজমাট প্রচার মদন মিত্রের

তৃণমূলের প্রচারে কাঁচা বাদাম গানের স্রষ্টার সঙ্গে মদন মিত্র

1/10
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে চমক। কাঁচা বাদাম গানের স্রষ্টাকে দেখা গেল প্রচারে। (সব ছবি সৌজন্যে আবীর দত্ত)
2/10
বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরকে দেখা গেল অমল চক্রবর্তীর হয়ে প্রচারে। কাঁচা বাদাম গানও শোনালেন সবাইকে।
3/10
ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করলেন মদন মিত্রও। কামারহাটির বিধায়ককে দেখা গেল ভুবন বৈদ্যের সঙ্গে গলাও মেলাতে।
4/10
শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাওয়ার নিদান দিয়েছেন দলনেত্রী। কিন্তু পুরভোটের প্রচারে চিনেবাদামের গুণ গাইতে দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে
5/10
শনিবার চারু মার্কেটে দলের হয়ে পুরভোটের প্রচারে নামেন মদন। সেখানেই ভুবনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাঁর।
6/10
হাত বাড়িয়ে ভুবনের ঝুড়ি থেকে মুঠোভরে বাদামও তুলে নেন। হাতের দুই তালুতে পিষে খোসা ছাড়িয়ে দু’-একটা চালানও করেন মুখে।
7/10
সোশ্যাল মিডিয়ার দৌলতে ভুবন বাদ্যকর এখন বেশ ভাইরাল। তাঁকে কাছে দেখতে পেয়ে সবাই এগিয়ে আসেন।
8/10
তবে শুধু ‘বাদাম বাদাম’ বলে হাঁক পাড়বেন, গান শুনবেন আর বাদাম খেয়ে চলে যাবেন মদন, তা হতে পারে না। তাই এর ব্যাখাও দেন তিনি।
9/10
মদন বলেন, ‘‘বাদাম হচ্ছে বাংলার সংস্কৃতি। এ ভাবে যদি বাদাম বিক্রি করে কেউ, সঙ্গে গান শোনা যায়, আর একটা মৃদঙ্গ যদি থাকে, সুপার্ব। ওহ্ লাভলি।’
10/10
তিনি দুবরাজপুরের কাঁচাবাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি ব্যবসায়ীর বাড়িতে যান দুবরাজপুরের বিজেপি বিধায়কও। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Sponsored Links by Taboola