Kmc Election 2021: চারু মার্কেটে কাঁচা বাদাম গানে গলা মিলিয়ে পুরভোটের জমজমাট প্রচার মদন মিত্রের
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে চমক। কাঁচা বাদাম গানের স্রষ্টাকে দেখা গেল প্রচারে। (সব ছবি সৌজন্যে আবীর দত্ত)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকরকে দেখা গেল অমল চক্রবর্তীর হয়ে প্রচারে। কাঁচা বাদাম গানও শোনালেন সবাইকে।
ভুবন বাদ্যকরের সঙ্গে দেখা করলেন মদন মিত্রও। কামারহাটির বিধায়ককে দেখা গেল ভুবন বৈদ্যের সঙ্গে গলাও মেলাতে।
শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাওয়ার নিদান দিয়েছেন দলনেত্রী। কিন্তু পুরভোটের প্রচারে চিনেবাদামের গুণ গাইতে দেখা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে
শনিবার চারু মার্কেটে দলের হয়ে পুরভোটের প্রচারে নামেন মদন। সেখানেই ভুবনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় তাঁর।
হাত বাড়িয়ে ভুবনের ঝুড়ি থেকে মুঠোভরে বাদামও তুলে নেন। হাতের দুই তালুতে পিষে খোসা ছাড়িয়ে দু’-একটা চালানও করেন মুখে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ভুবন বাদ্যকর এখন বেশ ভাইরাল। তাঁকে কাছে দেখতে পেয়ে সবাই এগিয়ে আসেন।
তবে শুধু ‘বাদাম বাদাম’ বলে হাঁক পাড়বেন, গান শুনবেন আর বাদাম খেয়ে চলে যাবেন মদন, তা হতে পারে না। তাই এর ব্যাখাও দেন তিনি।
মদন বলেন, ‘‘বাদাম হচ্ছে বাংলার সংস্কৃতি। এ ভাবে যদি বাদাম বিক্রি করে কেউ, সঙ্গে গান শোনা যায়, আর একটা মৃদঙ্গ যদি থাকে, সুপার্ব। ওহ্ লাভলি।’
তিনি দুবরাজপুরের কাঁচাবাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সম্প্রতি ব্যবসায়ীর বাড়িতে যান দুবরাজপুরের বিজেপি বিধায়কও। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -