Corona Vaccination: হাইভোল্টেজ ভোট ১ এপ্রিল, একটি অতি গুরুত্বপূর্ণ কাজও শুরু একইদিনে
মহারাষ্ট্র সহ আরও কয়েকটি রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণও। জোর দেওয়া হয়েছে ভ্যাকসিনেশনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। ষাটোর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যেই। কিছুদিন আগে সরকার ঘোষণা করে ৪৫ বছরের বেশি বয়সীদের সকলকেই ১ এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া হবে।
এর জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে www.cowin.gov.in- এর মাধ্যমে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানান, www.cowin.gov.in-এর সাহায্য নিতে না চাইলে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে অন-সাইট রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে।
তিনটের পরে নিকটবর্তী ভ্যাকসিনেশন সেন্টারে যেতে হবে সেক্ষেত্রে। নিয়ে যেতে হবে পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট, রেশন কার্ডের সাহায্যে রেজিস্ট্রেশন করে নেওয়া যাবে।
www.cowin.gov.in-এ লগইন করুন। মোবাইল নম্বরের সাহায্যে। Get OTP বাটনটিতে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি OTP আসবে।
OTP লিখে ভেরিফাই বাটনটি টিপুন। ভেরিফিকেশনের পরে Registration for Vaccination পাতাটি খুলে যাবে।
ডিটেল ও ফোটো আইডি প্রুফ ইত্যাদি সাবমিট করতে হবে। কো মরবিডিটি রয়েছে কি না এই প্রশ্ন ভেসে আসবে স্ক্রিনে।
রেজিস্ট্রেশনের জন্য় ডিটেল এন্টার করার পর মোবাইলে একটি নিশ্চিতকরণের মেসেজ আসবে।
রেজিস্টার হওয়ার পরে অ্যাকাউন্ট ডিটেলস পেজ থেকে ভ্যাকসিনেশনের জন্য তারিখ শিডিউল করা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -