Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Yaas: শুরু ইয়াসের ল্যান্ডফল, রাস্তায় ভাসছে গাড়ি, নারকেল গাছের মাথা ছুঁল ঢেউ!
নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।
আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।
ফ্রেজারগঞ্জে জলের তোড়ে উল্টে গেল পে লোডার। জলমগ্ন শহরের বিভিন্ন অংশ।
গার্ডওয়াল ছাপিয়ে শহরে ঢুকছে দিঘার সমুদ্রের জল। ভাসছে মোটরবাইক, গাড়িও।
সকাল সাড়ে ছড়ার ছবি। দিঘায় হাওয়ার তোড়ে উড়ে এল কর্কেটের শেড।
হলদিয়ায় হলদি নদীর জলস্তর বাড়ল বিপজ্জনকভাবে। পাড় ছাপিয়ে জল ঢুকল শিল্পাঞ্চলে। চলছে বোট। চরম দুর্গতিতে মানুষ।
বালেশ্বরের দক্ষিণে উপকূল ছুঁল ইয়াস। সকাল সোয়া ন’টার পরে ল্যান্ড ফল শুরু। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ৬৬টি জায়গায় ভেঙেছে বাঁধ, জানালেন মুখ্যমন্ত্রী।
ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দিঘায় উত্তাল সমুদ্র। ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা। ভাঙল বোল্ডারের বাঁধ। জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
কাকদ্বীপে পাড় ডিঙিয়ে ঢুকছে মুড়িগঙ্গা নদীর জল। ভাসল বিস্তীর্ণ এলাকা। সন্দেশখালির কলাগাছি নদীর জলস্তরও
মন্দারমণিতে বাড়ছে জল, প্লাবিত হোটেল। নীচু এলাকায় জল । জল থৈ থৈ তাজপুর, ফ্রেজারগঞ্জ।
রাজ্যে ইয়াসজনিত পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হল ১৭ কোম্পানি সেনা। নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর। সজাগ পুরসভার কন্ট্রোল রুমও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -