Cyclone Yaas: শুরু ইয়াসের ল্যান্ডফল, রাস্তায় ভাসছে গাড়ি, নারকেল গাছের মাথা ছুঁল ঢেউ!
শুরু ইয়াসের ল্যান্ডফল
1/12
নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। ৩ ঘণ্টা ধরে এই ল্যান্ড ফল চলবে।
2/12
ল্যান্ড ফলের সময় সাইক্লোনের আই অংশটি ঢুকতে শুরু করে স্থলভাগে। এই মাঝের অংশটি ঢোকার সময় ঝড়ের বেগ ও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যায়। টেল অংশটি অতিক্রম করে যাওয়ার সময় ফের ঝড়ের দাপট বাড়বে। বাড়বে বৃষ্টি।
3/12
আজ সকালে সাইক্লোনের ক্লাউড ওয়াল ঢুকতে শুরু করায় ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।
4/12
ফ্রেজারগঞ্জে জলের তোড়ে উল্টে গেল পে লোডার। জলমগ্ন শহরের বিভিন্ন অংশ।
5/12
গার্ডওয়াল ছাপিয়ে শহরে ঢুকছে দিঘার সমুদ্রের জল। ভাসছে মোটরবাইক, গাড়িও।
6/12
সকাল সাড়ে ছড়ার ছবি। দিঘায় হাওয়ার তোড়ে উড়ে এল কর্কেটের শেড।
7/12
হলদিয়ায় হলদি নদীর জলস্তর বাড়ল বিপজ্জনকভাবে। পাড় ছাপিয়ে জল ঢুকল শিল্পাঞ্চলে। চলছে বোট। চরম দুর্গতিতে মানুষ।
8/12
বালেশ্বরের দক্ষিণে উপকূল ছুঁল ইয়াস। সকাল সোয়া ন’টার পরে ল্যান্ড ফল শুরু। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার ৬৬টি জায়গায় ভেঙেছে বাঁধ, জানালেন মুখ্যমন্ত্রী।
9/12
ওড়িশায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই দিঘায় উত্তাল সমুদ্র। ঢেউ ছুঁল নারকেল গাছের মাথা। ভাঙল বোল্ডারের বাঁধ। জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
10/12
কাকদ্বীপে পাড় ডিঙিয়ে ঢুকছে মুড়িগঙ্গা নদীর জল। ভাসল বিস্তীর্ণ এলাকা। সন্দেশখালির কলাগাছি নদীর জলস্তরও
11/12
মন্দারমণিতে বাড়ছে জল, প্লাবিত হোটেল। নীচু এলাকায় জল । জল থৈ থৈ তাজপুর, ফ্রেজারগঞ্জ।
12/12
রাজ্যে ইয়াসজনিত পরিস্থিতি সামাল দিতে ১০টি জেলায় নামানো হল ১৭ কোম্পানি সেনা। নবান্নের কন্ট্রোল রুম থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর। সজাগ পুরসভার কন্ট্রোল রুমও।
Published at : 26 May 2021 10:59 AM (IST)