Delhi Rains Weather Update: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জলমগ্ন বিভিন্ন রাস্তা
শনিবার প্রবল বৃষ্টিতে দিল্লির বিভিন্ন জায়গায় জল জমে যায়। মিন্টো ব্রিজ অঞ্চলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি সৌজন্যে এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বর্ষাতেই মিন্টো ব্রিজ অঞ্চলে জল জমে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ছবি সৌজন্যে পিটিআই/রবি চৌধুরী
নয়াদিল্লি আইটিও-র সামনের রাস্তায় জলের মধ্যেই শিশুদের আনন্দে খেলতে দেখা যায়। ছবি সৌজন্যে পিটিআই/অতুল যাদব
নয়াদিল্লির জাহাঙ্গীরপুরী অঞ্চলেও জলমগ্ন রাস্তায় শিশুদের খেলতে দেখা যায়। ছবি সৌজন্যে পিটিআই/শাহবাজ খান
প্রবল বৃষ্টিতে রাজঘাটও জলমগ্ন হয়ে পড়ে। ছবি সৌজন্যে পিটিআই/রবি চৌধুরী
রিং রোডে প্রচুর জল জমে যায়। ফলে যান চলাচলে সমস্যা দেখা যায়। ছবি সৌজন্যে পিটিআই/অতুল যাদব
শনিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ছবি সৌজন্যে পিটিআই/অতুল যাদব
দিল্লির সফদরজঙ্গ বিমানবন্দর অঞ্চলে একদিনে ১৩৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মরসুমে একদিনে এটাই সর্বাধিক বৃষ্টি। ছবি সৌজন্যে পিটিআই/অতুল যাদব
দিল্লির বিভিন্ন রাস্তাতেই শনিবার যানবাহনের গতি ছিল অত্যন্ত শ্লথ। ছবি সৌজন্যে পিটিআই/অতুল যাদব
দিল্লির পাশাপাশি গুরুগ্রামের বিভিন্ন রাস্তাতেও প্রবল বৃষ্টিতে জল জমে যায়। ছবি সৌজন্যে পিটিআই
দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে জলমগ্ন রাস্তায় একটি গাড়ি আটকে যায়। ছবি সৌজন্যে পিটিআই
জাহাঙ্গীরপুরী অঞ্চলে অনেক বাড়িতেও জল ঢুকে গিয়েছে। ফলে বাসিন্দারা প্রবল সমস্যায় পড়েছেন। ছবি সৌজন্যে পিটিআই/শাহবাজ খান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -